/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/raj.jpg)
celebrity saraswati puja- রাজ-শুভশ্রীর পুজো কেমন কাটল?
Raj Chakraborty Saraswati Puja: রাজ-শুভশ্রীর সরস্বতী পুজো বরাবরই বেশ জমজমাট। ইন্ডাস্ট্রির বড় পুজোর মধ্যে এটি আরেকটি। আর এবার তো আরও স্পেশ্যাল এই পুজো।
মেয়ে ইয়ালিনির নাম রাজ রেখেছেন মা সরস্বতীর নামে। সেই একরত্তিকে সঙ্গে নিয়ে এবারের প্রথম পুজো। কেমন কাটল তাঁর? সকাল হতেই রাজের অফিসে এলেন ইউভান এবং শুভশ্রী। ইউভানের পরনে হলুদ পাঞ্জাবি। আর রাজ শুভশ্রী সেজেছেন সাদায়।
প্রতিবছর এইদিন, রাজের অফিসে আসেন ইন্ডাস্ট্রির অনেকেই। এবারও সকাল সকাল পুজো সারলেন তাঁরা, নিয়ম মেনে হল অঞ্জলি। খুদে ইউভান ( Yuvaan ), বরবার এসব বেশ ভালবাসেন। মা-বাবার মধ্যিখানে বসেই সেও অঞ্জলি দিল। অবশ্য সেই ফাঁকে চলল হালকা খাওয়াদাওয়াও।
আরও পড়ুন - Raj-Shubhashree: ছেলেকে একা রেখে গিয়েই বিপত্তি, মন মানছে না রাজ-শুভশ্রীর!
এটুকু একটা মানুষ, না খেয়ে পারা যায়? তাই তো অঞ্জলির মাঝেই খুদে ইউভান পেটপুজো করতে ব্যাস্ত। আর পুজো শেষ হতেই তাঁর দৌরাত্ম্য শুরু। উপস্থিত ছিলেন সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়। রাজ এমনিও খেটে ভালবাসেন। তাই তো, পুজো শেষে তার বেগুনি খাওার ইচ্ছের কথা জানালেন প্রকাশ্যে। এভাবেই কাটল তাঁদের পুজো।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবলির শুটিং শেষ করে ফিরেছেন তাঁরা। রাজ, আবারও নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন। সেই, পরিণীতার পর, রাজ আবার একবার শুভশ্রীকে নির্দেশনা দিচ্ছেন। মেয়ের বাবা হওয়ার পর থেকে রাজের দায়িত্ব যেমন বেড়েছে তেমনই, নিজের প্রিয় উপন্যাস নিয়ে কাজ করতেও প্রস্তুত রাজ।