Advertisment
Presenting Partner
Desktop GIF

Raj-Yuvaan: এটুকু বয়সেই বাবার কাজে কড়া নজর ছেলে ইউভানের, মায়ের ওপরও চোখ রইল রাজপুত্রর!

Raj Son Yuvaan: মায়ের অভিনয় দেখল ইউভান, বাবাকে স্ক্রিপ্ট নিয়েও পরামর্শ দিল সে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yuvaan chakrabirty, raj chakraborty, shubhashree ganguly

Raj-Yuvaan: বাবার ছবির ফ্লোরে ছেলে ইউভান/ ছবি-ইনস্টা

Yuvaan-Babli shooting: ১০ দিন ধরে টানা শুটিং চলছে বাবলির। আবির শুভশ্রী উত্তরবঙ্গের কাজ সেরে ফিরেছেন। তারপরই, ছেলেকে নিয়ে মেতেছেন আনন্দে। রাজ ( Raj Chakraborty ) শুভশ্রী ( Shubhasree Ganguly ) জুটি ফিরছেন বহুদিন পর। এর আগে বউয়ের প্রযোজনায় আবার প্রলয় বানিয়েছিলেন।

Advertisment

আর এবার বউকে ফের ডিরেকশন দিচ্ছেন। পরিণীতা ( Parineeta ) ছবির পর এবার বাবলি। বুদ্ধদেব গুহর ( Buddhadev Guha ) উপন্যাসকে সিনেমাটিক রূপ দিচ্ছেন রাজ। কিছুদিন ধরেই, তারা ছবির শুটিংয়ে ব্যস্ত। আর এবার ছেলে ইউভানকে ( Yuvaan Chakraborty ) নিয়ে রাজ গেলেন শুটিংয়ে। শুভ এবং রাজ মাঝেমধ্যেই আপডেট দিচ্ছেন ফ্লোর থেকে। আর ইউভান, কী করল সে ফ্লোরে?

বাবার সঙ্গে এর আগেও শুটিংয়ে গিয়েছেন তিনি। আর এবার, বাবলির শুটিংয়ে গেল সে। আদরে গদগদ ছোট চক্রবর্তী তদারকি করলেন নিজের মতো করে। বাবার পরিচালনার পাশাপাশি মায়ের অভিনয় দেখলেন। মন ভরে সবটা উপলব্ধি করল সে। কখনও বাবার মনিটরে বসে শট দেখলেন আবার কখনও স্ক্রিপ্টে কাজ করতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন - Saayoni Ghosh-Jaya Ahsan: ‘পাবলিকের তাড়া খাওয়া পেত্নী আপনি…’, জয়ার সামনে সায়নীকে দেখেই উঠল আওয়াজ!

বাবার সামনে বসেই নিজের মতো করে স্ক্রিপ্টে দাগ কাটল ছেলে ইউভান। কখনও হাসিখুশি আবার কখনও ভীষণ গম্ভীর ইউভানকে পাওয়া গেল বাবার সঙ্গে। মায়ের পর, এবার বাবার সঙ্গেই পরিচালনার কাজ সামলাচ্ছেন খুদে চক্রবর্তী। মায়ের অভিনয় দেখে সে মুগ্ধ।

উল্লেখ্য, কিছুদিন আগেই ছোট বোনকে পেয়েছে সে। ফলেই দায়িত্ব বেড়েছে তাঁর। বোনকে দাদার কাছে রেখেই শুটিংয়ে গিয়েছিলেন বাবা মা। এখন সে অনেকটাই বড়। স্কুলের পাশাপাশি মাঠে ফুটবল খেলতে দেখা যায় তাঁকে।

Raj Chakraborty Subhashree Ganguly tollywood Yuvan Entertainment News
Advertisment