/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/raj.jpg)
রাজ-শুভশ্রী
দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ দেন তৃণমূলের তারকা বিধায়ক। এদিকে রাজ-শুভশ্রী কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যেই আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। কারণ, বাড়িতে রয়েছে তাঁদের একরত্তি ছেলে ইউভান।
তবে রাজ এপ্রসঙ্গে জানান, চিন্তার কিছু নেই। তাঁরা দুজনেই বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন। প্রসঙ্গত এর আগে যখন রাজের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, ২০২০ সালের আগস্ট মাসে প্রথমবার কোভিড থাবা বসায় রাজের শরীরে। রিপোর্ট নেগেটিভ আসার পরই বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন পরিচালক-প্রযোজক। অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনের সময় রাজের হয়ে ব্যারাকপুরে প্রচার করতে গিয়েই করোনা সংক্রমিত হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী। তখনও বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। এবার বছর ঘুরতে না ঘুরতেই তারকাদম্পতির শরীরের ফের থাবা বসাল কোভিড।
<আরও পড়ুন: আংশিক লকডাউনেও হল হাউসফুল করছে ‘টনিক’, উচ্ছ্বসিত দেব দিলেন মাস্ক পরার বার্তা>
ডবল ভ্যাকসিন আগেই নিয়েছিলেন। তবে কোভিডের হাত থেকে নিস্তার পাননি রাজ-শুভশ্রী। রাজের মন্তব্য, "দয়া করে সবাই সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন। আর যাবতীয় কোভিড বিধি মেনে চলুন।"
Subhashree and I have been tested positive for COVID-19. We are practicing home quarantine. Please stay safe, wear a mask and follow the COVID precautionary guidelines.@subhashreesotwe
— Raj chakrabarty (@iamrajchoco) January 4, 2022
উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও। সৃজিত, পার্ণো, শ্রীজাতর পর এবার কোভিড থাবা বসাল টলিউডের তারকাদম্পতি রাজ-শুভশ্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন