ছেলেকে শিখিয়ে পড়িয়ে বাড়ি নিয়ে গেলেন রাজ, দেখুন সেই ভিডিও

তিনি বললেন তাকে, বাড়িতে গিয়ে কাঁদতে না, দিদা ঠাকুমা দাদুর সঙ্গে খেলা করতে হবে। সবাইকে হাই হ্যালো করতে হবে।

তিনি বললেন তাকে, বাড়িতে গিয়ে কাঁদতে না, দিদা ঠাকুমা দাদুর সঙ্গে খেলা করতে হবে। সবাইকে হাই হ্যালো করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সন্তানকে জড়িয়ে আদরে-আহ্লাদে পরিচালক রাজ চক্রবর্তী। মাত্র ৪ দিন বয়স তার সন্তানের। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়েছে। তাই তার আগে বাড়ির পরিস্থিতি সম্পর্কে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন পরিচালক। নানান কথা বার্তার পর্ব চলেছে সন্তানের সঙ্গে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল। ছোট্ট যুবানও বাবার বাধ্য ছেলের মতো অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ছিল। রাজ-শুভশ্রীর ছেলের নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমত ভাইরাল।

Advertisment

বাড়িতে গিয়ে ছোট্ট যুবান কাকে কী বলবে, সেটাই তাকে আদর করে বোঝাতে দেখা গেল রাজকে। ছেলেকে, 'আমার বেবি', 'মাই লাভ', সম্বোধনে আদর ভরিয়ে দেখা গেল পরিচালককে। পাশ থেকে শোনা গেল শুভশ্রীর গলাও। ছোট্ট যুবান বাড়িতে গিয়ে যেন জেগে থাকে, সেকথাই তাকে বোঝানোর চেষ্টা করলেন রাজ।

তিনি বললেন তাকে, বাড়িতে গিয়ে কাঁদতে না, দিদা ঠাকুমা দাদুর সঙ্গে খেলা করতে হবে। সবাইকে হাই হ্যালো করতে হবে।

Advertisment
View this post on Instagram

My love Yuvaan❤️

A post shared by Raj Chakraborty ???????? (@rajchoco) on

Subhasree Ganguly Raj Chkraborty