'পরিণীতা'-র মাধ্যমেই নতুন করে ফিরলেন রাজ চক্রবর্তী। আর এই ফর্মুলা হিটও করল বক্সঅফিসে। এখনও বেশ কিছু চলছে রাজের 'পরিণীতা'। এই ছবি চলাকালীনই নতুন 'ধর্মযুদ্ধ'-র ঘোষণা করেছিলেন রাজ। কথা রাখলেন তিনি। ছবির ক্যারেকটার পোস্টার প্রকাশ্যে আসলে ফের আলোড়ন তৈরি করলেন রাজ।
ছবিতে মুন্নি-র চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ ছবিতেও ডি-গ্ল্যাম লুকে অভিনেত্রী। রাজ ছবি সম্পর্কে আগে বলেছিলেন, রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ”বর্তমান পরিস্থিতিতে এত হানাহানি, হিংসা, বিদ্বেষ- সবটাই যে হয়ে চলেছে তার নেপথ্য কারণ কী? মানুষ জেনে ইচ্ছাকৃত সবটা করছে নাকি সবটাই ঘটে যাচ্ছে!এই দোলাচলটাই তুলে ধরতে চাই ছবিতে।”
আরও পড়ুন, রাতে উঠতে হলে মাকে ডাকি, একা ঘুমোতে পারি না: দিব্যজ্যোতি
ছবির পাঁচটি চরিত্রের নাম জবর, রাঘব, শবনম, আম্মি ও মুন্নি। সোহম রয়েছেন জবরের ভূমিকায়। রাঘবের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে এবং পার্নোর চরিচত্রের নাম শবনম। আম্মার- ভূমিকায় স্বাতীলেখা সেনগুপ্ত।
ছবিতে আম্মার ভূমিকায় স্বাতীলেখা সেনগুপ্ত।
আরও পড়ুন, ‘বাংলার আবার এপার ওপার কী?’ কত আগেই বাঙালিকে জানান দিয়েছিলেন
কামব্যাক ছবিতে ছক্কা হাঁকানোর পর ফের ময়দানে নামতে প্রস্তুত রাজ-শুভশ্রী। তবে এই ছবির কথা আগে ঘোষণা করেছেন তারা। মনে করা হচ্ছে ‘হে গর্ভধারিণী’-র নাম পরিবর্ত হয়েই ‘ধর্মযুদ্ধ’ হয়েছে। ছবির বিষয় বর্তমান রাজ্য ও দেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট। আদ্যোপান্ত পলিটিক্যাল ড্রামা।
‘পরিণীতা’-র পর আবার ঋত্বিক-শুভশ্রী জুটিকেই দেখা যাবে এখানে। একটি প্রান্তিক এলাকায় নিত্যদিন জাতি-ধর্ম নিয়ে লড়াই চলছে, সেখানেই ছবির চরিত্রদের নিজের মতো করে ব্যখ্যা করবেন পরিচালক। ‘ধর্মযুদ্ধ’-এর চিত্রনাট্য, সংলাপ সবটাই পদ্মনাভ দাশগুপ্তের লেখা।