New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/raj-father-2-1.jpg)
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাজ চক্রবর্তীর বাবা। ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা পরীক্ষা করা হয়। দুবার ই নেগেটিভ ফলাফল পাওয়া যায়।
শুক্রবার সকালে পরলোক গমন করলেন রাজ চক্রবর্তীর বাবা। একের পর এক দুঃসংবাদ আছড়ে পরছে চক্রবর্তী পরিবারে। এদিকে করোনায় আক্রান্ত রাজ চক্রবর্তী। বাবার শেষ যাত্রায় কাঁধ দিতে পারলেন না ছেলে। আগামী মাসেই চক্রবর্তী পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অতি সাবধানতার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে শুভশ্রীকে।
কৃষ্ণশংকর চক্রবর্তীর শেষকালে বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাজ চক্রবর্তীর বাবা। ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা পরীক্ষা করা হয়। দুবার ই নেগেটিভ ফলাফল পাওয়া যায়।
View this post on Instagramপিতৃহারা হলেন রাজ চক্রবর্ত্তী। চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা ????????????
A post shared by Sᴜʙʜᴀꜱʜʀᴇᴇ Gᴀɴɢᴜʟʏ FC Hᴏᴡʀᴀʜ (@subhashreegangulyfanclubhowrah) on
রাজের বন্ধ রূদ্রনীল সেনগুপ্ত জানিয়েছেন,
আমাদের ছেড়ে দিয়ে
কাকু গেল তারা হয়ে!...????????????????
কৃষ্ণশংকর চক্রবর্তীর (৭৫) আত্মা শান্তি পান।
রাজু শুভর পরিবারের প্রতি সমবেদনা।????????
খুব মিস করব কাকুর সাথে বদমাইসি আর আড্ডা গুলো।
শান্তিতে ঘুমিও আমার "বান্টু সিং"
View this post on InstagramA post shared by Rudranil Ghosh (@rudranilrudy) on