Advertisment
Presenting Partner
Desktop GIF

Raj-Shubhasree: প্রতি বছরের ট্র্যাডিশন মেনেই ঠোঁট ঠোঁট রাজ-শুভশ্রীর, উঠল কালীঘাট মেট্রো প্রসঙ্গ...

Raj and Shubhasree: বেশ কিছু বছর তাঁদের দেখা গিয়েছিল ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরের শুরুটা করতে। এবারও তাঁর ব্যতিক্রম না। বরং এবার বিদেশের বুকেই নতুন বছরের শুরুতে একে অপরকে চুমু খেলেন রাজ শুভশ্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj-subhashree kissed new year

রাজ-শুভশ্রীর চুমু মোমেন্ট ভাইরাল... Photograph: (Instagram)

নতুন বছরের শুরুর দিন ভালবাসার মানুষের সঙ্গে কাটালে নিশ্চই মন্দ হয় না? অন্তত রাজ এবং শুভশ্রীর নতুন বছরের শুরুটা ঠিক তেমনই। শেষ কিছুদিন তাঁরা বিদেশে রয়েছেন। এবং অবশ্যই নিদারুণ আনন্দে সময় কাটাচ্ছেন। বর্ষবরণে তাঁদের সঙ্গী হয়েছেন অন্যান্য বন্ধুরাও।

Advertisment

দিন দুয়েক ধরেই তাঁদের সন্তানদের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিশেষ করে, ইয়ালিনির হলুদ রঙের বিকিনি পড়ার ভিডিও দেখে কেউ কেউ ছিঃ ছিঃ করেছিলেন, আবার কেউ কেউ বেশ আনন্দ পেয়েছেন। কিন্তু, শুভশ্রী এবং রাজ দিব্যি আনন্দ করতে ব্যস্ত। শুধু তাই নয়, প্রতিবছরের ট্র্যাডিশন মেনে এবারও একটি ভুল হল না তাঁদের। আর সেটা কী?

বেশ কিছু বছর তাঁদের দেখা গিয়েছিল ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরের শুরুটা করতে। এবারও তাঁর ব্যতিক্রম না। বরং এবার বিদেশের বুকেই নতুন বছরের শুরুতে একে অপরকে চুমু খেলেন রাজ শুভশ্রী। এই নিয়ে এসময় বিতর্ক হলেও এখন এসব ব্যাপার আর কোনও মানেই রাখে না। বরং কলকাতার বুকে কালীঘাট মেট্রো স্টেশনে চুমু খেয়ে ভাইরাল প্রেমিক যুগলকে নিয়ে কেউ কেউ একদম রেগে আগুন আবার কেউ কেউ এমনও বলেছিলেন, যে এই শহরে যখন কেউ খুন হয় বা ধর্ষনের শিকার হয়, তখন তো মান সম্মান যায় না?

আরও পড়ুন  -  Dev as Raghu Dakat: ভক্তদের চাঙ্গা কী করে করতে হয় দেব জানেন, ফিরছেন রঘু ডাকাত হয়ে...

Advertisment

তাই রাজ শুভশ্রীর এই নিয়ে একেবারেই পরোয়া নেই। বরং নিজেদের মত করে তাঁরা ভালবাসায় মত্ত। নতুন বছরের শুরুতে একদিকে যখন আতশবাজি ফাটছে, তখন রাজ এবং শুভশ্রীকে দেখা গেল একান্তে সময় কাটাতে। আর তাঁদের এই চুমু দেখে কী বলছেন নেটজনতা? যদিও বেশিরভাগ তাঁদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। কেউ কেউ বেশ সুন্দর ছবি দেখে মুগ্ধ বটে। কিন্তু, তাঁর সঙ্গে সঙ্গে কেউ যে হাসির ছলে এমন কিছু বললেন...

তাঁদের কথায়, কালীঘাটে গিয়ে চুমু খেলেন না কেন? আবার কেউ বললেন, উফ! শিরায় শিরায় রক্ত, রাজ শুভশ্রী শুধুই চুমুর ভক্ত। আবার কেউ ইয়ার্কির ছলে এও বললেন, নতুন বছরে প্রেমের জয় হোক। সকলে ভালবাসায় থাকুন। আবার কেউ কেউ কোনও কথা না বলে শুধু হাসলেন। উল্লেখ্য, এবছর বড়দিনে তাঁদের নতুন ছবি সন্তান রিলিজ করেছে। যদিও বা সেই ছবি বক্স অফিসে খুব একটা লাভ করতে পারেনি।

tollywood Subhashree Ganguly tollywood news Tollywood Actress Raj Chakrabarty
Advertisment