Advertisment

Raj Subhashree Son Yuvaan: এখনই মেয়েদের মধ্যে পপুলার, রাজ-সন্তান ইউভানের ক্যারিশমা দেখার মত...

Raj son's Yuvaan: ছোট্ট থেকে ইউভান কে দেখলে মন ভাল হয়ে যায় সকলের। যেমন তাঁর ভিডিও মন কাড়ে বেশিরভাগের, তেমনই ধীরে ধীরে তাঁর দুষ্টুমিও পছন্দ করছেন শুভশ্রীর অনুরাগীরা।

author-image
Anurupa Chakraborty
New Update
yuvaan

Raj son Yuvaan: ছেলেকে নিয়ে গর্ব হচ্ছে রাজের...

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর জীবন পাল্টে গিয়েছে সন্তানের বাবা মা হওয়ার পর। এবং সন্তানের জীবনে যদি ভাল কিছু হয় যেকোনও বাবা মা অবশ্যই আনন্দে ভাসতে থাকেন। খুদে ইউভানের ক্ষেত্রেও রাজ শুভশ্রীর জীবনে আনন্দের শেষ নেই।

Advertisment

ছেলে স্কুলের স্পোর্টস উপলক্ষে চ্যাম্পিয়ন হওয়াতেই বাবা রাজ আহ্লাদে আটখানা। পরিচালক একরত্তি ইউভানের সাফল্যের কথা জানালেন নতুন করে। এমনকি এও জানালেন, তাঁর ছেলেকে নিয়ে কতটা গর্ব হয় তাঁর। মেডেল দেখিয়ে ইউভানের ছবি পোস্ট করলেন রাজ। সেখানে ক্যাপশনে সন্তান ব্যতীত কিছুই লিখলেন না।

আর পুঁচকে ইউভান, সে কিন্তু স্পোর্টস ডে নিয়ে বেশ আনন্দে। কারণ, যেমন তাঁর বিজয় আনন্দ তেমনই তাঁকে ঘিরে ধরে রেখেছে চারপাশে সব সুন্দরী পুঁচকেরা। তাঁদের মধ্যে হাসিখুশি ইউভান। যেন আদ্যোপান্ত ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর আর তাঁকে ঘিরে রেখেছে ছোট্ট গোপীরা। আর সেই ছবি দেখিয়েছেন তাঁর মা শুভশ্রী নিজেও।

Advertisment

ছোট্ট থেকে ইউভান কে দেখলে মন ভাল হয়ে যায় সকলের। যেমন তাঁর ভিডিও মন কাড়ে বেশিরভাগের, তেমনই ধীরে ধীরে তাঁর দুষ্টুমিও পছন্দ করছেন শুভশ্রীর অনুরাগীরা। অভিনেত্রী মাঝেমধ্যে যে ভিডিও পোস্ট করেন তাতে দেখা যায়, কখনও সে লাফাচ্ছে কখনও সে গরিলার অভিনয় করছে। তাই তো, শুভশ্রী মাঝেমধ্যেই বলেন, "সারাক্ষন তুমি লাফাও, কেন?"

আর আজ তো মেয়েদের মধ্যেখানে ইউভান দাঁড়াতেই শুভশ্রীর এক বন্ধু সেই ছবির ক্যাপশনে লিখলেন, "দেখেছ, এটা কে? যে মেয়েদের মধ্যে জনপ্রিয়?" আর মা, শুভশ্রী সেই মন্তব্য শুনেই চোখ মারলেন। ছেলে বড় হয়ে অভিনেতা হবেন নাকি পরিচালক নাকি অন্য কোনও পেশার সঙ্গে জুড়বেন, সেটা তো সময় বলবে। কিন্তু, হ্যান্ডসম হাঙ্ক ইউভান যে সকলের নয়নের মণি, সেকথা পরিষ্কার।

Subhashree Ganguly tollywood news tollywood Tollywood Actress Raj Chakrabarty
Advertisment