Advertisment

Raj Chakroborty Daughter Yalini: মেয়ের কাছেই অ্যাকশনে হারবেন রাজ, ১ বছরের ইয়ালীনি বক্সিং গ্লাভস হাতে যা শুরু করেছে...

Raj Chakroborty - Yaalini: রাজ এবং শুভশ্রী দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করেন। আর মেয়েকে নিয়ে, তো নানা কিছু তাঁরা শেয়ার করেন। এমনকি, সে সকাল থেকে কী করছে, সারাদিন তাঁর কী প্ল্যানিং, নানা দৃশ্য দেখা যায় সমাজ মাধ্যমে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yaalini-raj

মেয়ের কাণ্ডে রাজের সকাল সকাল যা অবস্থা Photograph: (Instagram)

Yaalini with Boxing Gloves: বাবার কাছে তাঁর কন্যা সন্তান কতটা আদরের, সেকথা বারবার প্রমাণিত হয়েছে। মেয়ের জন্য বাবারা রাজ্যজয় থেকে শুরু করে তাঁর খুশির জন্য সবকিছুই করে থাকেন। আর রাজ চক্রবর্তীর বাড়িতে যখন, এমন একজন মিষ্টি মানুষ আছেন, তখন রাজের সকাল তো খুব ভাল হবে। সেরকমই দেখা গেল সমাজ মাধ্যমে।

Advertisment

রাজ ( Raj Chakraborty ) এবং শুভশ্রী দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করেন। আর মেয়েকে নিয়ে, তো নানা কিছু তাঁরা শেয়ার করেন। এমনকি, সে সকাল থেকে কী করছে, সারাদিন তাঁর কী প্ল্যানিং, নানা দৃশ্য দেখা যায় সমাজ মাধ্যমে। আজও তাঁর ব্যতিক্রম না। এমনকি, দেখা গেল, মেয়ের হাতে হালকা একটু ঘুষি পর্যন্ত খেয়ে নিলেন তিনি। ছোট্ট ইয়ালিনী, বাবার সঙ্গে মশকরা করতে ব্যস্ত। নিজের পায়ে দাঁড়াতে ব্যস্ত মেয়েটি। এবং তাঁর হাতে যা রয়েছে...

এটুকু বয়সে, ইয়ালীনি ( Yaalini Chakraborty ) বক্সিং গ্লাভস নিয়ে খেলতে ব্যস্ত। আর এত ভারি ভারি জিনিস সে যে তুলতে পারছে, সে দৃশ্য না দেখলে বোঝা সম্ভব না। প্রথমে একটু টলমল করলেও একরত্তি মেয়েটি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে, আসতে ধীরে এগিয়ে এল। এবং প্রথমে মাকে তারপর শুরু হল বাবার সঙ্গে। রাজ সকাল সকাল মেয়ের সঙ্গে হালকা মারামারি করে কিন্তু দিব্যি খুশি। শুধু তাই নয়, যে আহ্লাদের সঙ্গে রাজকে বাবা বলে ডাকল সে, সকলের মন গলবেই।

রাজ ও দিব্যি কিন্তু, মেয়ের সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত। মেয়ের হাতে গ্লাভস, আর পরিচালক নিজে থেকেই একবছরের ইয়ালীনিকে খুশি করতে মেয়ের হাতে মার খেয়ে নিল। শুধু তাই নয়, মেয়ের মুখের হাসি দেখে কিন্তু, বাবার আনন্দের শেষ নেই। রাজ এই কান্ড গুলো, কিন্তু ছেলে ইউভানের সঙ্গেও করতেন। তাঁকে কাঁধে চাপিয়ে যেমন নাচতেন, ঠিক তেমনই, তাঁকে নিয়ে বাইরে সাইকেল চালাতেও যেতেন। একজন সেই জায়গা নিয়েছে ইয়ালিনী। মেয়ের সঙ্গে সঙ্গে বাবার যেন একবার বাচ্চা হয়ে গিয়েছে।

Advertisment

রাজকে দেখেই বোঝা যাচ্ছে, মেয়ের বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছেন তিনি। এমনিও অনেকেই ইয়ালিনীকে রাজের কার্বন কপি হিসেবে উল্লেখ করেন। আর বাবারা যে মেয়ের কাছে জন্ম থেকেই বেশ ভালবাসার, রাজ এবং ইয়ালিনীর খুনসুটি দেখলেও বোঝা যাচ্ছে। শীতের সকাল যে বেশ উপভোগ্য হয়ে উঠেছে তাঁদের কাছে, সমাজ মাধ্যমে সেই ভিডিওই দেখালেন তাঁরা।

tollywood Raj Chakraborty tollywood news
Advertisment