করোনায় আক্রান্ত চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। নিজেই ট্যুইট করে জানালেন সেই খবর। রাজ চক্রবর্তীর বাবা হাসপাতালে চিকিত্্সাধীন। কিন্তু তাঁর বাবা করোনায় আক্রান্ত নন। দুবারের টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে পরিচালকের বাবার। পরিবারের বাকি সদস্যদের খুব শীঘ্রই করোনা পরীক্ষা করা হবে। আপাতত হোম কোরেন্টাইনে রয়েছেন পরিচালক।
আগামী মাসেই চক্রবর্তী পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কিন্তু তার আগেই এই দুঃসংবাদ পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। লকডাউনে সন্তানসম্ভবা স্ত্রীর যত্নে কোনও ত্রুটি রাখছিলেন না রাজ। বাড়িতে সারাক্ষণ একটা আনন্দের পরিবেশ তৈরির চেষ্টা জারি রেখেছে গোটা পরিবার।
সোমবার সকালে পরিচালক টুইট করে জানান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। এখন তিনি হোম কোরেন্টাইনে রয়েছেন।
এদিন সকালেই বেবি বাম্পের ছবি শেয়ার করে রাজ ঘরণি জানান, "কারর লাথিতে যে এত আনন্দ পাব কোনও দিন ভাবি নি"। শুভশ্রী গর্ভে থাকা সন্তান নড়াচড়া করছে, তারই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।