ভারতীয় সিনেমার শো ম্যান দ্যা রাজ কাপুরের ১০০তম জন্মদিন উপলক্ষে বলিউডে হইহই কান্ড। কারণ, সেই মানুষটি ভারতীয় সিনেমাকে যেভাবে সমৃদ্ধ করেছেন, যে ধরনের ছবি উপহার দিয়েছেন তা দর্শকদের মুগ্ধ শুধু করেছে এমন না। রুপোলি পর্দার গল্প পাল্টে দিয়েছে। আর সেই উপলক্ষেই গতকাল কাপুর পরিবারের সদস্যরা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে।
গতকাল সকাল হতেই দেখা গিয়েছিল, কাপুর পরিবারের সকলে প্রায় এক রঙের পোশাক পরে রওনা দিয়েছিলেন দিল্লি। আলিয়া করিনা থেকে সইফ এবং রণবীর, এমনকি নিতু সিং থেকে রিধিমা কাপুর সাহানি এবং তাঁর স্বামী - প্রায় সকলেই গিয়েছিলেন সেখানে। লাল সাদা এবং আইভরি রঙের পোশাক তাঁদের দেখা গিয়েছিল। আর আজ সকাল হতেই প্রকাশ্যে এসেছে সেসব ছবি। যেখানে, করিনা কাপুর থেকে আলিয়া ভাট সকলেই শেয়ার করলেন সেই ছবি।
আলিয়া এবং করিনা সঙ্গে রিধিমা তাঁদের ঠাকুরদাদার লিগেসি এবং সিনে দর্শন নিয়ে পোস্ট করলেন। তাঁরা সকলে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে। তিনি যে গ্রেটেস্ট শোম্যানকে নিয়ে এমন ভাবনা ভেবেছেন, তাতেই খুশি কাপুর পরিবারের সকলে। ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত, ১০টা শহরে দেখানো হবে ৪০টা সিনেমা এবং ১৩৫টি স্ক্রিনে দেখানো হবে সেইসব ছবি। গতকাল যে বৈঠক দারুণ হয়েছে একথা নিশ্চিত।
কিন্তু, রাজ কাপুরের পুত্রবধূ নিতু সিং তিনি নিজে যা কান্ডটা করলেন। ঋষি কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার সুবাদে নিতু সুপারস্টার পরিবারে থাকার আনন্দ উপভোগ করেছেন। আর আজ যখন কিংবদন্তি শ্বশুরকে নিয়ে বলতে গেলেন, তখন তিনি তথ্য কপি করতে গিয়ে শশুরকে ঠাকুরদা বলে ফেললেন? সেকি কান্ড! নীতু সিংয়ের কাণ্ডে অবাক নেট পাড়ার সদস্যরাও।
তথ্য কপি করতে গিয়ে একটু এডিট করবেন না তাই বলে? শ্বশুরকে ঠাকুরদাদা বলে বসলেন? বেশিরভাগ তাঁর ভুল ধরিয়ে দিয়ে বললেন, "আপনার ঠাকুরদা হন উনি?" আবার কেউ বললেন, 'করিনা কাপুরের লেখা কপি করে লিখে দিলেই হল? আশ্চর্য তো!' আবার কেউ বললেন, "লেখা ঠিক করুন, তারপর ট্রিবিউট দেওয়ার গল্প।"