Advertisment
Presenting Partner
Desktop GIF

Rekha: কখনও ছুঁয়ে দেখলেন, কখনও কাঁদলেন, পুরোনো বন্ধুর জন্মদিনে মন কেমন রেখার

Rekha to raj Kapoor: রেখা যে বলিউডে শুধু ভালবাসা ছড়িয়ে দিতে পারেন একথা কারওর অজানা নয়। ঠিক সেরকমই, গতকাল অভিনেত্রীকে একই কাজ করতে দেখা গেল। পরনে সাদা রঙের কাঞ্জিভরম শাড়ি…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
REKHA with raj kapoor

রাজ কাপুরের স্মৃতিতে ডুব রেখার...

 গতকাল ছিল রাজ কাপুরের জন্মদিন উপলক্ষে বিরাট আয়োজন। মুম্বাইয়ে কাপুর পরিবারের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন অনেকেই। শুধু তাই নয়, এসেছিলেন তাঁর সময়ের অভিনেতা অভিনেত্রীরা। দেখা গেল রেখাকেও।

Advertisment

রেখা যে বলিউডে শুধু ভালবাসা ছড়িয়ে দিতে পারেন একথা কারওর অজানা নয়। ঠিক সেরকমই, গতকাল অভিনেত্রীকে একই কাজ করতে দেখা গেল। পরনে সাদা রঙের কাঞ্জিভরম শাড়ি, রেখা একদম চেনা সাজে ধরা দিলেন। সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন। পুরোনো ভিডিও খেয়াল করলে দেখা যাবে রাজ কাপুর বেঁচে থাকাকালীন যে পার্টি হয়েছিল সেখানেও রেখা এসে তাঁকে আদর করে গালে চুমু খেয়েছিলেন। এবারও ব্যতিক্রম না।

রেখার চোখে জল। তিনি যেন সেসব পুরোনো স্মৃতি আরেকবার মনে করলেন। বেঁচে নিলেন সেইসব দিনকে যখন রাজ কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিদারুণ। রেখার সেইসব দিন মনে আসতেই তিনি একবার রাজ কাপুরের ছবিতে হাত বুলিয়ে নিলেন। তারপর, সকলের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু, একজন বর্ষীয়ান পরিচালককে সম্মান জানাতে ভুল হল না রেখার।

Advertisment

রাজ কাপুরের ছবিতে তিনি প্রণাম জানালেন। তারপর আদর করে চুমুও খেলেন। সেই দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে। যে ভাবনাসুলভ দৃষ্টিতে তিনি তাকিয়ে ছিলেন সেই ছবির দিকে তাতে অনেকটা বন্ধুত্ব, আর অনেকটা শ্রদ্ধার ঝলক মিলল। আর এই ভিডিও দেখে নেটপাড়া বলছে...

রেখা ম্যাম আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, অনেক কিছু মনে পড়ছে আপনার। আবার কেউ বললেন, পুরোনো স্মৃতি সবাইকে কাঁদিয়ে দেয়। কেউ বললেন, দারুণ ভিডিও। একজন কিংবদন্তীকে দেখে আরেকজন এভাবে কাঁদছেন, দেখা যায় না। কেউ আবার বললেন, উনি দারুণ মনের মানুষ।

bollywood Rekha Raj Kapoor
Advertisment