চলে গেলেন প্রয়াত কিংবদন্তী অভিনেতা-পরিচালক রাজ কাপুরের কন্যা ঋতু নন্দা। মঙ্গলবার নয়া দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
অভিনেতা ঋষি কাপুর, রণধীর কাপুর, এবং রাজীব কাপুরের বোন ঋতু অভিনয় জগতে আসেন নি কখনোই। বরং শিল্পোদ্যোগী এবং সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাঁর মৃত্যুর খবর জানান রণধীর কাপুর। "আজ (মঙ্গলবার) ঋতু নন্দা চলে যান। ক্যান্সারে ভুগছিলেন তিনি। আমরা দিল্লিতে আছি, আজই শেষকৃত্য হবে," বলেন রণধীর।
View this post on InstagramMy dearest may your soul Rest In Peace ????????????
A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on
কাপুর পরিবারের সদস্যরা সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঋতু নন্দার স্মরণে একাধিক পোস্ট করেন। ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, "মাই ডিয়ারেস্ট, তোমার আত্মা শান্তি পাক।" নীতু এবং ঋষির কন্যা রিদ্ধিমা কাপুর সাহনিও ছবি পোস্ট করে লেখেন, "আমার দেখা সবচেয়ে সহৃদয়, নরম স্বভাবের মানুষ - তোমার মতো আর কেউ হয় না এখন - শান্তিতে থেকো বুয়া (পিসি)..."
View this post on InstagramA post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial) on
পরলোকগত শিল্পপতি রাজন নন্দার স্ত্রী ঋতুর জন্ম ১৯৪৮ সালে। জীবনবীমার এজেন্সি দিয়ে নিজের ব্যবসায়ী জীবন শুরু করেন তিনি। তাঁর পুত্র নিখিল নন্দার বিয়ে হয় অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতার সঙ্গে। তাঁর দুই নাতিনাতনি নব্য নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা।
দেখে নিন ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ থেকে নেওয়া ঋতু নন্দার কিছু ছবি।
২০১৩ সালে ক্যান্সার ধরা পড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন ঋতু নন্দা। তাঁর প্রাপ্ত একাধিক সম্মান এবং পুরস্কারের মধ্যে রয়েছে একটি বিশেষ রেকর্ড, এক দিনে ১৭ হাজারটি পেনশন পলিসি বিক্রি করার। এই কৃতিত্বের ফলে 'গিনেস বুক অফ রেকর্ডস'-এও স্থান হয় তাঁর।