সদ্য প্রয়াত হয়েছেন রাজীব কাপুর। বলিউডের কাপুর পরিবারে সেই শোকের ছায়া এখনও কাটেনি। এর মাঝেই আরেক বিপত্তি! আইনি জালে জড়ালেন রাজ কাপুরের (Raj Kapoor) নাতি তথা রণবীর কাপুরের তুতোভাই আর্মান জৈন (Armaan Jain)। যিনি কিনা রাজ-কন্যা রিমা জৈনের (Rima Jain) ছেলে। মামার মৃত্যুসংবাদের মাঝেই অভিনেতা আর্মানকে তলব করে পাঠিয়েছে ইডি।
টপস গ্রুপ নামে এক সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরক্টরেট। আর সেই মামলাতেই নাম জড়িয়েছে রণবীর (Ranbir Kapoor), করিনা কাপুরদের (Kareena Kapoor) পিসির ছেলে আর্মান জৈনের। প্রসঙ্গত আর্মান নিজেও একজন অভিনেতা। 'লেকার হাম দিওয়ানা দিল' ছবি দিয়ে বলিউডে অভিনয়ের শিকে ছিঁড়েছিলেন। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ করণ জোহরের সহকারী-পরিচালক হিসেবে কাজও করেছেন। এছাড়াও 'এক ম্যায় অউর এক তু', 'মাই নেম ইজ খান'-এর মতো ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় ছিলেন। কিন্তু কাপুর পরিবারের অন্যান্য সদস্যদের মতো বলিউডে পা জমাতে পারেননি। সেই অভিনেতার নামই এবার জড়াল আর্থিক কারচুপির মামলা সঙ্গে।
শিব সেনা সাংসদ প্রতাপ সার্নিকের ছেলে বিহঙ্গের সঙ্গে যথেষ্ট সখ্যতা রয়েছে আর্মানের। বিহঙ্গ এই আর্থিক প্রতারণা মামলার সঙ্গে জড়িত। সেই সূত্রেই আর্মানের নাম জড়ায়। সূত্রের খবর, মঙ্গলবারই জৈনদের দক্ষিণ মুম্বইয়ের আলতামাউন্ট রোডের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। শিব সেনা নেতার ছেলের সঙ্গে অভিনেতার বেশ কিছু কথোপকথনের রেকর্ড দেখে সন্দেহ জাগে ইডি আধিকারিকদের। সেই প্রেক্ষিতেই এবার কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা বলিউড তারকা আর্মান জৈনকে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফে।