Krishna Raj Kapoor passes away: সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ কাপুরের স্ত্রী, কৃষ্ণা রাজ কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হন তিনি ।
তাঁর ছেলে রণধীর কাপুর পিটিআইকে বলেন, "ভোর পাঁচটার সময় পরলোক গমন করেছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত কারণও রয়েছে। মায়ের মৃত্যুতে আমরা সকলেই শোকাহত।"
টুইটারে মৃত্যুর খবর শেয়ার করেন অভিনেত্রী রবীনা ট্যান্ডন; লিখেছেন, "পুরো কাপুর পরিবারের প্রতি সমবেদনা। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি যুগ শেষ হয়ে গেল গেল।" পাশাপাশি ওঁনার আত্মার শান্তি কামনা করেছেন।
সুহেল শেঠ টুইটারের মাধ্যমে তাঁর সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন "কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যতে আমরা সকলে গভীর শোকাহত। একজন দুর্দান্ত মহিলা ছিলেন কৃষ্ণা রাজ, কাপুর পরিবারের সঞ্চালক হিসাবে তাঁর অপরিহার্য ভুমিকা ছিল এতদিন।" ১৯৪৬ সালের মে মাসে রাজ কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কৃষ্ণা রাজ কাপুর।