জামিনের আবেদন খারিজ করে মঙ্গলবার বম্বে হাইকোর্ট রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সূত্রের খবর, মুম্বই পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চ যদিও তদন্তের স্বার্থে রাজকে তাঁদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল, তবে সেই আবেদনও খারিজ করে দেওয়া হয় আদালতের তরফে। এসবের মাঝেই, পুলিশ সূত্রে খবর, জেরার সময় স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাদে জড়ান শিল্পা শেট্টি (Shilpa Shetty)। শুধু তাই নয়, পর্নফিল্ম-কাণ্ডে স্বামীর উপর চিৎকার করেন এবং সেইসঙ্গে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
মঙ্গলবার জুহুর বাড়িতে তল্লাশির সময় রাজকে সঙ্গে নিয়েই সেখানে পৌঁছয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সঙ্গে তারকাদম্পতি নিজেদের মধ্যেই বিবাদে জড়ান। ৬ ঘণ্টা জেরার মুখে স্বামীর উপর চিৎকার করে বসেন শিল্পা। এমনকী, কেঁদেও ফেলেন। জেরায়, পুলিশকে জানান, স্বামী রাজের পর্নোগ্রাফি ব্যবসা সম্পর্কে কিছু জানতেন না শিল্পা। শেষমেশ, সেখানে উপস্থিত পুলিশ কর্মীরাই নাকি নায়িকাকে শান্ত করেন। পুলিশ সূত্রেই যদিও এমনটা জানা গিয়েছে, তবে তথ্যের কোনও প্রমাণ সেভাবে পাওয়া যায়নি।
<আরও পড়ুন: জামিন মিলল না, পর্নফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রার ১৪ দিনের জেল>
অন্যদিকে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, শিল্পা শেট্টির ফোন ক্লোনিং করার প্রস্তুতি চলছে। কারণ, একসময়ে তিনিও ভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টরের তালিকায় ছিলেন। পরে যদিও সেই পদ থেকে ইস্তফা দিয়ে দেন তিনি। অতঃপর অভিনেত্রীকে যে দ্বিতীয়বার জেরা করা হতে পারে, এমনটাও শোনা গিয়েছে। ফোন ক্লোন করার অর্থ, শিল্পার ফোনের সব তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে। সেই সঙ্গে নায়িকার ফোনে কোনও গোপন নথি রয়েছে কিনা কিংবা গত কয়েক মাসে কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিনা, সেসবও জানা যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন