Advertisment

'জেলের আসামীদের যা ইগো…', মুখোশ খুলেই যৌনতা-শাহরুখকে মিলিয়ে দিলেন রাজ কুন্দ্রা!

রাজ কুন্দ্রার বক্তব্য ঘিরে চাঞ্চল্য!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj kundra shared his jail life on movie

রাজ কুন্দ্রার অভিযোগ

বেশ কয়েকবছর তিনি মাস্ক পড়ে ঘুরেছেন। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্ণকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই তিনি বেশ অন্তরালে ছিলেন। তবে, এবার তিনি নিজেকে প্রকাশ্যে এনেছেন।

Advertisment

নতুন ছবি UT69 বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে। মুখোশ সরিয়ে তিনি সামনে এসেছেন। নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। শুধু তাই না, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি মুখ খুলেছেন। জেলে কেমন ছিল তাঁর চারপাশের পরিবেশ? সঞ্জয় দত্ত থেকে আরিয়ান খান, জেল হেফাজতে যে কী অবস্থা হয় সেকথা অনেকেই জানেন।

রাজকে গ্রেফতার করার পর থেকেই শিল্পার পরিবারের ওপর দিয়ে নানা ঝড় বয়ে গিয়েছে। শুধু তাই নয়, অভিনেতা জানান, জেলে থাকাকালীন তাঁর ওপর দিয়ে কী গিয়েছে সেটা নিয়ে একটা বই লিখতে চেয়েছিলেন তিনি। কিন্তু, বন্ধুর অনুরোধে সেটিকে সিনেমার রূপ দেন তিনি।

সিস্টেমের ভিক্টিম ছিলেন তিনি। মানুষ তাঁকে দেখলেই মুখ না দেখানোর কথা বলতেন। কী কী হয়েছিল তখন, জেলে কী কী সহ্য করেছিলেন তিনি?

আরও পড়ুন - কিংবদন্তির সামনে এ কী? অরিজিতকে সামনে দেখেই স্টেজে মাথা ঠুকলেন রণবীর

রাজ কুন্দ্রা বলেন, একেই এমন মানসিক অবস্থা তাঁর সঙ্গে যেন কটু কথার শেষ নেই তখন। একজন মানুষ সে ঠিক করে খাবার পাচ্ছে না, ঘুম নেই। তাঁরপর ক্রমাগত, আমায় আর শিল্পাকে নিয়ে নানা কথা শুনতে হচ্ছে। আর জেল তো, সে পুরো বিগ বসের ঘরের মতো। যারা সেখানে থাকেন, তাঁদের ইগোর শেষ নেই। ওভার স্মার্ট হওয়া যায় না। অভিনয় করা যায় না। এটা এমন একটা অভিজ্ঞতা আমি চাইনা কারওর হোক। ছবিতে আরও বেশি করে দেখানো হয়েছে আমার জেল-জীবন কেমন কেটেছিল।

রাজ নিজের ভুমিকায় নিজেই অভিনয় করছেন। কারণ, তাঁর থেকে ভাল এই ব্যাথা বোঝার ক্ষমতা কারওর নেই। তাই তো, আসল সত্যি জানাতে নিজেই হাল ধরেছেন রাজ। এখানেই শেষ না। ছবির প্রচার করতে গিয়েই অভিনেতা জানান…

বলিউডে আসলে কী বিক্রি হয়? রাজ বলেন, আজও বলিউডে শাহরুখ আর যৌনতা বিক্রি হয়। আর কিছুই চলে না।

bollywood Entertainment News Raj Kundra Arrest
Advertisment