Advertisment

রাজ কুন্দ্রার পুলিশ হেফাজত বাড়ল আরও ৪ দিন, হাইকোর্টের দ্বারস্থ শিল্পার স্বামী

২৭ জুলাই অবধি পুলিশি হেফাজতে থাকতে হবে রাজ কুন্দ্রাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Raj Kundra, Raj Kundra Arrest, Shilpa Shetty, Mumbai Police, রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার পুলিশি হেফাজত, bengali news today

রাজ কুন্দ্রার পুলিশ হেফাজত বাড়ল

গত মঙ্গলবার পর্নফিল্মকাণ্ডে আগামী ২৩ জুলাই অবধি পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। তবে শুক্রবার শিল্পা শেট্টির (Shilpa Shetty) ব্যবসায়ী স্বামীকে আদালতে তোলা হলে, বিচারপতি আরও ৪ দিন পুলিশি হেফাজত বাড়ানোর নির্দেশ দিলেন। অর্থাৎ, এবার আগামী ২৭ জুলাই অবধি পুলিশি হেফাজতে থাকতে হবে রাজকে। অন্যদিকে, কুন্দ্রার জামিনের আবেদন জানিয়ে মুম্বই পুলিশের (Mumbai Police) এই গ্রেফতারিকে বেআইনি বলে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন আইনজীবী।

Advertisment

শুক্রবার বেলা ১টা নাগাদ রাজ কুন্দ্রাকে আদালতে পেশ করা হয় মুম্বই পুলিশের তরফে। বেরনোর সময়ে অতিরিক্ত নিরাপত্তার মাঝেই সংশ্লিষ্ট চত্বরে উপস্থিত সাংবাদিকদের করজোরে প্রণাম জানাতে দেখা যায় রাজ কুন্দ্রাকে। সূত্রের খবর, কোর্টে মুম্বই পুলিশের তরফে তদন্তের স্বার্থে রাজ কুন্দ্রার আরও ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে বিচারপতি আরও চার দিনের জন্যই পুলিশি হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেছেন (Raj Kundra's police custody extended)।

<আরও পড়ুন: অন্তঃসত্ত্বা নন, ঋতুচক্রের যন্ত্রণার ছবি পোস্ট করে জল্পনা ওড়ালেন সোনম কাপুর>

অন্যদিকে শিল্পার স্বামীর আইনজীবী সুভাষ যাদব জানিয়েছেন, ওই অ্যাপে এরকম কোনও ভিডিও-ই ছিল না, যেটাকে প্রকৃত অর্থে পর্নোগ্রাফি বলা যায়। ৪ হাজার পাতার চার্জশিট পেশ করা হলেও পুলিশের তরফে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি যে কেন ওই ভিডিওগুলিকে পর্নোগ্রাফির আওতায় ফেলা হচ্ছে। পাশাপাশি রাজ কুন্দ্রার গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে হাইকোর্টে জামিনের আবদনও জানিয়েছেন (Raj Kundra moves High Court)।

এদিন মুম্বই পুলিশের তরফে কোর্টে জানানো হয়েছে যে, "প্রাথমিক অনুমান, পর্নোগ্রাফি ব্যবসা থেকে আয় করা টাকা রাজ অনলাইন বেটিংয়ের কাজে লাগাতেন। আর সেই জন্য রাজের ইয়েস ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ আফ্রিকার লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন।"

প্রসঙ্গত, পর্নফিল্ম বানিয়ে সেগুলো ‘হটশট’ নামক অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতেই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। প্রথমটায় শুক্রবার অবধি পুলিশি হেফাজতে রাখার কথা থাকলেও আজ আদালতের তরফে তা বাড়িয়ে আরও ৪দিন করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Raj Kundra Arrest Raj Kundra Shilpa Shetty Mumbai Police bollywood Mumbai High Court
Advertisment