Samantha Ruth Prabhu: প্রাক্তন স্ত্রীর রহস্যময় পোস্ট! রাজ-সামান্থা সম্পর্ক ফের আলোচনায়

কয়েক মাস আগে সামান্থা একটি সেলফিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে বিমানের ভেতরে রাজের কাঁধে মাথা রাখতে দেখা যায়। এদিকে, পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলি দে ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় পোস্ট করে আরও আলোচনার জন্ম দিয়েছেন। এক নোটে তিনি লিখেছেন...

কয়েক মাস আগে সামান্থা একটি সেলফিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে বিমানের ভেতরে রাজের কাঁধে মাথা রাখতে দেখা যায়। এদিকে, পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলি দে ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় পোস্ট করে আরও আলোচনার জন্ম দিয়েছেন। এক নোটে তিনি লিখেছেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
raj-samantha

কী বললেন তিনি...

পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সম্পর্ক নিয়ে জোরালো গুঞ্জন ছড়িয়েছে। যদিও দু’জনের কেউই ডেটিংয়ের গুজব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে তাদের একসাথে বিভিন্ন স্থানে দেখা গেছে। এই বছরের শুরুতে তারা তিরুপতি মন্দিরে গিয়েছিলেন। কয়েক মাস আগে সামান্থা একটি সেলফিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে বিমানের ভেতরে রাজের কাঁধে মাথা রাখতে দেখা যায়।

Advertisment

এদিকে, পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলি দে ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় পোস্ট করে আরও আলোচনার জন্ম দিয়েছেন। এক নোটে তিনি লিখেছেন- “বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিক্রিয়া দিন, এমনকি বুদ্ধি দিয়েই আচরণের জবাব দিন।” এর আগের এক পোস্টে শ্যামলি, আলী ইবনে আবি তালিবকে উদ্ধৃত করে বিচ্ছিন্নতা সম্পর্কে লিখেছিলেন: “বিচ্ছিন্নতা এমন নয় যে তোমার কিছুই থাকবে না, তবে কিছুই তোমার মালিকানাধীন হবে না।”

গুজবটি তীব্র হয় সামান্থার সাম্প্রতিক দুবাই ভ্রমণের একটি রিল প্রকাশের পর। “হোয়াট আই সি ভার্সেস হোয়াট ইউ সি” শিরোনামের সেই ভিডিওতে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্ত ধরা পড়ে। বিশেষভাবে নজর কেড়েছে একটি দৃশ্য, যেখানে সামান্থাকে এক পুরুষের সঙ্গে হাত ধরতে দেখা যায়। মুখ না দেখা গেলেও, ওই ব্যক্তিকে কালো জ্যাকেট, ডেনিম জিন্স, কাঁধে ব্যাগ ও হাতে ফোন নিয়ে হাঁটতে দেখা গেছে।

Advertisment

রাজ নিদিমোরু, যিনি পরিচালক জুটি রাজ ও ডিকে-র অংশ হিসেবে পরিচিত, এর আগে শ্যামলি দে-কে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞানে স্নাতক শ্যামলি, রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং বিশাল ভরদ্বাজের মতো প্রশংসিত নির্মাতাদের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

পেশাগতভাবে সামান্থা ও রাজ একাধিকবার একসাথে কাজ করেছেন। দ্য ফ্যামিলি ম্যান ২ (২০২১) দিয়ে তাদের কাজ  শুরু হয়। পরবর্তীতে তারা সিটাডেল: হানি বানি (২০২৪)-এও কাজ করেছেন এবং বর্তমানে নেটফ্লিক্সের আসন্ন সিরিজ রক্ত ব্রহ্মন্দ: দ্য ব্লাডি কিংডম-এ দেখা যাবে তাঁদের। 

এর আগে সামান্থা অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেন। পরবর্তীতে চৈতন্য নতুন করে এগিয়ে যান এবং গত বছর অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

Samantha Ruth Prabhu Entertainment News Today