Shilpa Shetty- Raj Kundra: প্রেমদিবসে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন। ব্যতিক্রম নন বলি অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রা। বেশ অভনব কায়দায় শিল্পাকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ব্যবসায়ী স্বামী।
দীর্ঘ ১৬ বছরের দম্পত্যে প্রেম একেবারে অটুট। রিল শেয়ার করে সেই প্রমাণই দিলেন রাজ কুন্দ্রা। ব্যাকগ্রাউন্ডে বাজছে 'তেরা নাম লিয়া'। রাজের ফটোর সামনে শিল্পা সেই গানে লিপ দিচ্ছেন। প্রেমদিবসে স্বামী কাছে নেই তাই কিছুটা অভিমানী চোখেই ফটোর দিকে তাকাচ্ছেন রাজ ঘরণী। ছবিতেই যেন সব রাগ উগরে দিচ্ছেন।
এমন সময় হঠাৎ ফটো ফ্রেমের ভিতর থেকে স্ত্রীর অভিমান ভাঙাতে গান ধরলেন রাজ। দূরে থাকলেও তাঁর প্রতি নিঃশ্বাসে জড়িয়ে একটাই নাম শিল্পা, সেটাই বুঝিয়ে দিতেই শিল্পা তো একেবারে থ। ফ্রেমের ভিতর থেকে একটা মানুষ কী ভাবে গান গাইতে পারে!
তবে রাজের দুষ্টুমি শিল্পার মুখে হাসি ফুটিয়েছে। দূরে থেকেও কাছে থাকার অনুভূতি পেতেই দিল খুশ শিল্পা শেট্টির। ভালবাসার মুহূর্তটা সকলের সঙ্গে শেয়ার করে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা লিখেছেন, 'ব্যাকগ্রাউন্ডে তেরা নাম লিয়া বাজছে। কিন্তু, আমি নিরুপায়। তবে আমার প্রতিটি হৃদস্পন্দনে রয়েছে তোমার নাম। হ্যাপি ভ্যালেন্টাইনড ডে। আমার ভালবাসার শিল্পা। তুমি আমার জীবনের প্রেমের গল্প। তোমাকে ছাড়া আর কোথাও আমি সেই ভালবাসা পাই না।'
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রাজ কুন্দ্রা। লিটল প্রিন্সেসের জন্মদিনেও মেয়েকে নিয়ে রিল শেয়ার করেছেন। মেয়ের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে ছোট থেকে বড় হওয়ার স্মৃতিমেদুর মুহূর্তগুলোর কোলাজে একটি রিল শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।
ড্য়াডি কুল রাজ মেয়েকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'আমার ছোট্ট রাজকন্যা তোমাকে পাঁচ বছরের জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে বড় হতে দেখা আমার জীবনের সেরা প্রাপ্তি। তুমি সবসময়ই আমার কাছে ছোট্টই থাকবে। জীবনের সবরকম পরিস্থিতিতে বাবাকে পাশে পাবে। চাঁদের দুই দিককেই ভালবাসি।'