Advertisment
Presenting Partner
Desktop GIF

Raj-Subhashree Daughter Yaalini: দাদার সঙ্গে সকাল থেকেই খুনসুটি ইয়ালিনির, মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

Raj-shubhashree: দুই ভাই-বোন সকাল হতেই কী করে? জানালেন শুভশ্রী...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj shubahshree daughter yaalini morning conversations tollywood news

Raj daughter Yaalini- মেয়ের কাণ্ড-কীর্তি ভাইরাল করলেন শুভ

Raj-shubhashree: রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনিকে আনা হল প্রকাশ্যে। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একরত্তিকে নিয়ে চূড়ান্ত মাতামাতি। কী বলছেন অভিনেত্রী?

Advertisment

দুজনেই মেয়েকে আড়ালে রেখেছেন। ছেলেকে যেমন অপারেশন ফ্লোর থেকেই দেখিয়েছিলেন তাঁরা। মেয়ের ক্ষেত্রে একদম অন্যপন্থা বেছে নিয়েছিলেন। তাঁকে লাইমলাইট থেকে দুরেই রেখেছেন রাজ-শুভ। কিন্তু, এবার সেই ছোট্ট প্রাণকে দেখালেন তাঁরা।

বাবার কোলে বসে খুদে ইয়ালিনি। তাঁর স্টাইল আজ ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। খুদে ইয়ালিনির ( Yaalini ) হেয়ার স্টাইল দেখার মত। এটুকু মাথায় এতগুলো ক্লিপ আর গার্ডার? ইউনিক স্টাইলে নজর কাড়ল রাজ-কন্যা। আর এত সকালে উঠে সে কী কাণ্ড করে সেই দৃশ্যও চোখে পড়ল।

বাবার পাশাপাশি রয়েছে দাদা ইউভান। এখন তাঁর অনেক দায়িত্ব। বোনের খেয়াল রাখার পাশাপাশি তাঁর সঙ্গে সময়ও কাটাচ্ছে সে। অভিনেত্রী শেয়ার করলেন সেই ছবিই। ক্যাপশনে লিখলেন- "সকালের কথাবার্তা চলছে।"

এদিকে, ইয়ালিনির ঝলক দেখে আপ্লুত সকলেই। কেউ বললেন, 'ওমা! কি মিষ্টি'। আবার কেউ বললেন, 'একবার ওকে দেখাও।' আবার কেউ বললেন, 'চুলের স্টাইলটা খুব ইউনিক তো…।'

tollywood Raj Chakraborty Subhashree Ganguly Entertainment News
Advertisment