তিন থেকে চার হলেন রাজ-শুভশ্রী, কোল আলো করে এল দ্বিতীয় সন্তান

ফের মা হলেন রাজ-ঘরনী, ছেলে হল না মেয়ে?

ফের মা হলেন রাজ-ঘরনী, ছেলে হল না মেয়ে?

New Update
Raj shubhashree being parents again tollywood news

ফের মা হলেন রাজ-ঘরনী

ফের খুশির খবর! রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর ঘরে এল নতুন সদস্য। সন্তানের জন্ম দিলেন রাজ ঘরণী। আনন্দে মাতোয়ারা গোটা পরিবার।

Advertisment

সকাল হতেই রওনা দিয়েছিলেন রাজ শুভশ্রী। বোঝাই গিয়েছিল শুভশ্রী আজ সন্তানের জন্ম দিতে পারেন। আর বেলা গড়াতেই সে ঘটনা সঠিক হল। শুভশ্রীর কোলে এল ফুটফুটে এক কন্যা সন্তান। উচ্ছাস ধরছে না অভিনেত্রীর। অপেক্ষায় ছিলেন টলিউডের অনেকেই।

Advertisment

দ্বিতীয়বার মা হলেন। ছেলে ইউভান এখন অনেকটাই বড়। ছোট জনকে পেয়ে বেজায় খুশি সে। রাজ আগের বার ওটি থেকেই শেয়ার করেছিলেন তাঁর বেবি সিম্বা ইউভানের ছবি। কিন্তু, এবার খুদে সদস্যর ছবি এখনও প্রকাশ্যে আনেন নি রাজ।

উল্লেখ্য, কিছুমাস আগেই রাজ শুভ জানিয়েছিলেন যে তাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। বেশ সাবধানে ছিলেন তিনি। রিয়ালিটি শোয়ের কমিটমেন্ট রাখলেও সিনেমা থেকে সরে দাঁড়ানো শ্রেয় মনে করেছিলেন।

tollywood Subhashree Ganguly Raj Chakraborty Entertainment News