/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/raj2.jpg)
Raj-Yuvaan: বাবা মায়ের কান্ডে কী বলছে ইউভান?
ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছেন রাজ-শুভশ্রী। আর সেখানে গিয়েই তাঁরা বারবার একটাই প্রশ্ন শুনছে যে মেয়ে কই গেল? কয়েকমাসের ইয়ালিনিকে কি তবে সঙ্গে নিয়ে যাননি দুজনে?
তবে, গতকালের একটি ছবি নিয়ে নানা চর্চা! রাজ-শুভশ্রীর বড়পুত্র ইউভান যেমন মজা করছেন, তেমন ঘুরে বেড়াচ্ছেন, আবার তাঁকে গাছে ঝুলতেও দেখা যাচ্ছে। এদিকে গতকাল অভিনেত্রী এমন একটি ছবি দিয়েছেন, যার পর থেকে অনেকেই শুভকে ছিঃ ছিঃ করছেন।
অভিনেত্রী তাঁর জীবনে দুজন বিশেষ পুরুষকে নিয়ে ছবি তুললেন। রাজ যখন তাঁকে পেছন থেকে জড়িয়ে রয়েছেন তখন ছেলে ইউভান নীচে বসেই মা-বাবার রোমান্স দেখতে ব্যাস্ত। হাঁ করে তাকিয়ে রইল সে।
আরও পড়ুন - Amitabh Bachchan: পাকিস্তানের ঝোড়ো ব্যাটে বেহাল ভারত, রাগের চোটে কেলেঙ্কারি বাড়িতে বাঁধালেন অমিতাভ!
আর, এই ছবি দেখেই একদল রেগে আগুন। কিন্তু কেন? অভিনেত্রী ছেলেকে যেভাবে বসিয়ে রেখেছেন, তাতেই আপত্তি নেটাগরিকদের। কেউ কেউ তাঁকে কটাক্ষ করে এমনও বললেন, ছেলেকে কি ভিক্ষা করাতে বসিয়েছেন? আবার কেউ বললেন, ছেলেটা কেমন নিস্পাপ মুখে তাকিয়ে আছে। আবার কেউ এও বলে দিলেন, ইউভানকে আনার কী দরকার ছিল?
যদিও, এই নিয়ে বিশেষ কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি শুভতিনি সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, এবং নিজেদের ছুটির ছবি শেয়ার করছেন। উল্লেখ্য, সামনেই রাজের পরিচালনায় বাবলি আসতে চলেছে। তাতে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।