/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/rajshubha.jpg)
Tollywood- রাজ-শুভশ্রীর ছেলের কীর্তি দেখেছেন?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ পুত্র ইউভান, অল্প বয়স থেকেই তাঁর গুণের শেষ নেই। শুধু তাই নয়! এটুকু বয়স থেকেই বাবার সঙ্গে সেটে যাওয়া তাঁর অভ্যাস। আবার প্রলয় হোক কিংবা বাবলি, তদারকি বেশ ভালই চলে তাঁর।
এতদিন সে একা ছিল। কিন্তু, এখন তাঁর থেকে ছোট একজন রয়েছে। যার দায়িত্ব রাখা এখন ইউভানের আরেকটি কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসবের মধ্যেও পুঁচকে ইউভানের প্রতিভার শেষ নেই। বরং সে তাঁর কান্ড দেখাতে ব্যস্ত। এবার কী করল রাজ-পুত্র?
বাবা মা যখন এত প্রতিভার অধিকারী, ছেলের মধ্যে যে কিছু গুন বজায় থাকবে এটাই তো স্বাভাবিক। ছোট ইউভান এর আগে শঙ্খ বাজিয়ে দেখিয়েছে। কখনও ফুটবল, আবার কখনও সাইকেল চালিয়ে সে মন জয় করেছে। আর, এবার নিজের সুরেলা দিকের পরিচয় দিল সে। সেই ভিডিও শেয়ার করলেন শুভশ্রী খোদ।
আরও পড়ুন - Barkha Bist: বহুদিন পর এলেন কলকাতায়, দেবের স্ত্রীর ভূমিকা পেয়েই ছুটলেন রাজ-শুভশ্রীর বাড়িতে!
ছোট্ট ইউভান সিনথেসাইজার বাজাচ্ছে। সাত সুরের মাঝে খেলা করছে সে। দিব্যি সারেগামাপা বাজাচ্ছে সে। আবার কখনও কখনও গান পর্যন্ত গাইছে সে। সুরের বেশ দখল রয়েছে তাঁর। রাজ পুত্রর এও প্রতিভার কথা অনেকেই জানত না। তবে, দেখার পর থেকে অনেকেই বাহ বাহ করছে।