ইউভানের নামের সঙ্গে মিলিয়েই নাম রাখলেন মেয়ের, আহ্লাদে আটখানা রাজ-শুভশ্রী

কী নাম রাখলেন খুদে চক্রবর্তীর?

কী নাম রাখলেন খুদে চক্রবর্তীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj chakraborty, shubhashree ganguly, tollywood

Tollywood- রাজ-শুভশ্রীর ছেলের কীর্তি দেখেছেন?

রাজের ঘর আলো করে এসেছেন কন্যা সন্তান। সপ্তম স্বর্গে শুভশ্রী এবং রাজ। মেয়েকে পেয়ে আনন্দ ধরছে না। সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলেন খুদে কে নিয়ে এক বিশেষ কথা।

Advertisment

এক ছেলের পর এক মেয়ে, যেন পরিপূর্ন সংসার। ছেলে ইউভানের তিন বছর বয়সের মাথাতেই ফের পুঁচকে সদস্য এল তাদের ঘরে। রাজ এখনি মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি। কিন্তু জানিয়ে দিলেন তাঁর নাম। মা শুভশ্রী কী বলছেন মেয়েকে নিয়ে? একটি পোস্ট শেয়ার করে শুভ লিখছেন...

Advertisment

আমরা তোমায় পেয়ে ধন্য। আমাদের জীবনে একজন ফুটফুটে পরী এসেছে। ভাগ্য করে কন্যা সন্তান এসেছে আমাদের। এবং আমাদের মেয়ের নাম ইয়ালিনি। আমাদের জীবনে তোমায় স্বাগত ইয়ালিনি। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। সৌমীতৃষা থেকে অঙ্গনা রায় সকলেই ভালবাসা জানিয়েছেন নায়িকাকে।

সকাল হতেই রওনা দিয়েছিলেন রাজ শুভশ্রী। বোঝাই গিয়েছিল শুভশ্রী আজ সন্তানের জন্ম দিতে পারেন। আর বেলা গড়াতেই সে ঘটনা সঠিক হল। শুভশ্রীর কোলে এল ফুটফুটে এক কন্যা সন্তান। উচ্ছাস ধরছে না অভিনেত্রীর। অপেক্ষায় ছিলেন টলিউডের অনেকেই।

উল্লেখ্য, কিছুমাস আগেই রাজ শুভ জানিয়েছিলেন যে তাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। বেশ সাবধানে ছিলেন তিনি। রিয়ালিটি শোয়ের কমিটমেন্ট রাখলেও সিনেমা থেকে সরে দাঁড়ানো শ্রেয় মনে করেছিলেন।

tollywood Raj Chakraborty Entertainment News