Advertisment
Presenting Partner
Desktop GIF

পুকুরের দিকে একদৃষ্টে তাকিয়ে ইউভান, জন্মাষ্টমীতে মন খারাপ রাজ 'গোপালের'?

কী হল খুদে চক্রবর্তীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj chakraborty, shubhahsree ganguly, raj shubhahsree, raj son yuvaan, yuvaan chakraborty, janmastami, celeb janmastami, রাজ-শুভশ্রী, জন্মাষ্টমী, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

রাজের বাড়িতে জন্মাষ্টমী

রাজ শুভশ্রী পুত্র ইউভান সবসময় লাইমলাইটে। যেদিন থেকে সে ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকেই বাবা মা দুজনেই ব্যস্ত। গুনে গুনে তাঁর বয়স এখন ৩। আর তাঁর দুষ্টুমি বেড়েছে মারাত্মক।

Advertisment

হালিশহরের বাড়িতেই এখন রয়েছেন রাজ। সঙ্গে রয়েছে পুরো পরিবার। জন্মাষ্টমী উপলক্ষে রাজের বাড়ি সেজে উঠেছে। অন্যদিকে, ইউভানের দুষ্টুমি। চারিদিকে, দৌড়ে বেড়াচ্ছে সে। এদিকে, মা শুভশ্রী ব্যস্ত তাঁর কথা বুঝে উঠতে। ছেলে কী বলছে, সেটা সে বুঝতেও পারছে না। নিজেকে এক অদ্ভুত প্রাণীর সঙ্গে তুলনা করছে ইউভান! আর শুভশ্রী? বারবার তাঁকে প্রশ্ন করে যাচ্ছে।

আদৌ কিসের কথা বলছে ইউভান বোঝা দায়। টিংটিঙ্গী নাকি টিনটিরি? ইউভান হার্ট হয়েছে নাকি? শুভশ্রী সাফ জানতে চাইলেন ছেলের কাছে। অন্যদিকে, সেই খুদে? চুপিসারে এগিয়ে গিয়ে সে জানাল, এভাবে সে আসে তারপর দৌড়ে চলে যায়। সারারাত ধরে সে নিজের খেলায় মত্ত।

আরও পড়ুন - জয়ার রাগকেও পরোয়া নয়, স্ত্রীর মুখের গোড়ায় এ কী কাণ্ড ঘটালেন অমিতাভ!

অন্যদিকে, আজ সকাল থেকেই রাজের বাড়িতে মহাসমারোহে জন্মাষ্টমী পালন। শুভশ্রী এবং ছেলেকে সঙ্গে নিয়েই কৃষ্ণ জন্মতিথি পালন করলেন রাজ। একদিকে, ইউভান গ্রামের বাড়িতে ঝাড়ু দিচ্ছে, অন্যদিকে মাছ ধরছে। কখনও আবার পুকুরের দিকে তাকিয়ে বসে রয়েছে সে। মোট কথা, নিজের আনন্দেই মত্ত সে।

tollywood Yuvaan Raj Chakraborty Entertainment News
Advertisment