/indian-express-bangla/media/member_avatars/2024-09-09t054139041z-fb.jpg )
/indian-express-bangla/media/media_files/2024/11/01/ZnhcpxrK0IsVMsA6tpNs.jpg)
Raj New film: সমাজের এক ভীষণ কঠোর দিক রাজ ফুটিয়ে তুলেছেন এই ছবিতে....
'আমার ছেলে মেয়ে আমায় দেখে না, আমি ওর বিরুদ্ধে মামলা করব...', হ্যাঁ! এই একটা সংলাপ, যেন হাজার হাজার মানুষের কথা বলে গেল। ছেলেমেয়েরা জীবনে দাঁড়িয়ে গেলে, নিজের বাবা মায়ের কথা ভুলে যান, এবং নির্মমতা বহু নজরে আসে।
এক অসহায় বাবা, তাঁর জীবনের পরবর্তী সময় সন্তানের সাহায্য প্রার্থনা করবে, এ তো অন্যায় বা অদ্ভুত কিছু নয়। ঠিক সেরকমই একটি গল্প নিয়ে আসছে সন্তান। রাজ চক্রবর্তীর পরিচালনায়, এবার সেই গল্প পর্দায়। ছবির নাম সন্তান। পারিবারিক কোর্ট রুম ড্রামা, যা আদতেই আর পাঁচটা বাঙালি পরিবারের গল্প, এর আগে পোস্ত ছবিতে দেখা গিয়েছিল। এবার, রাজের সন্তান ঠিক একই কথা বলবে।
ছবিতে বাবার ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। সন্তানের ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে একজন লড়াকু উকিলের চরিত্রে। যিনি, মিঠুনকে বিচার পেতে সবরকম সাহায্য করতে চলেছেন। এক বাবা মা, যে তাঁর সুখ স্বাচ্ছন্দ্যের বলি দিয়ে একজন সন্তানকে বড় করেন, তাঁর কোনও দায়িত্ব নেই বাবা মায়ের প্রতি?
সমাজের এক ভীষণ কঠোর দিক রাজ ফুটিয়ে তুলেছেন এই ছবিতে। ট্রেলারে রাজ দেখিয়েছেন, কতটা নির্দয় হলে এক ছেলে একথাও বলতে পারেন, একজন জন্মদাত্রী মায়ের চিকিৎসার জন্য কী করবেন? রাস্তায় ভিক্ষা করবেন? আবার অন্যদিকে, রাজ সেই ব্যারিয়ার ভেঙে দিয়েছেন যেখানে দেখা যায়, একজন বাবা মা যারা অসহায়, কিন্তু ছেলের ভালবাসার প্রতি অন্ধ না হয়ে, তিনি সন্তানের বিরুদ্ধে কেস করেন।
সন্তান তাঁর বাবা মাকে না দেখলে দোষ নেই, কিন্তু বাবা মায়ের তরফে কোনও কড়া পদক্ষেপ কি সত্যিই দৃষ্টান্ত করতে পারে? গোটা ট্রেলারে দেখা গিয়েছে, ভারতীয় আইনে এই ধরনের কোনও বিচার আছে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। মিঠুনের এবারের রিলিজ শাস্ত্রী বেশ প্রশংসা পেয়েছে। এর আগে প্রজাপতি ছবিতেও তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।
ঋত্বিক চক্রবর্তীকে এমন একটা চরিত্রে দেখা গিয়েছে, এর আগে এমন চরিত্র তিনি করেননি। শুভশ্রীকে উকিল হিসেবে আগে দেখা যায়নি। বাবলির পর, রাজ এই ছবির পরিচালনা করছেন। আর অনেক বছর পর, SVF এর সঙ্গে জুড়েছেন রাজ এবং শুভশ্রী।