/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/raj-1.jpg)
Raj-Subhashree: পরিচালক রাজ কী বললেন শুভকে?
Subhashree-Abir in Babli: মেয়ে হতেই আর দেরি নয়। কাজে ফিরলেন শুভশ্রী ( Subhashree Ganguly )। রাজের সঙ্গেই সিলভার স্ক্রিনে ফিরছেন অভিনেত্রী। সঙ্গী আবির চট্টোপাধ্যায়। কিন্তু শুরুতেই আবিরের দিকে এভাবে তাকালেন কেন?
পরিচলক যখন রাজ চক্রবর্তী তখন কিছু তো বিশেষ থাকবেই। এমনিও এর আগে রাজের ( Raj Chakraborty ) সঙ্গে প্রযোজক হিসেবে কাজ করে ঢের শিক্ষা হয়েছে তাঁর। বাবলি নিয়ে কাজ শুরু করার আগেই স্যার রাজের ঘেরাটোপে নাজেহাল শুভশ্রী। কিছুদিন আগেই লুক টেস্ট হয়েছে এই ছবির। প্রিপারেশন শুরু করেছেন দুই তারকা। সেই সময়ের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
রাজ চক্রবর্তী - আবির এবং শুভশ্রী একফ্রেমে। সেখানেই আবির ( Abir Chatterjee ) এবং শুভর মুখের অভিব্যক্তি দেখে বোঝা দায় যে আসলেই কী করতে চলেছেন তারা। রাজের তীর আবিরের দিকে। আর শুভর মুখে একরাশ বিরক্তি। কোনও সিন রিহার্স করছেন তারা? রাজের হাসি দেখে সেটাই মনে হচ্ছে। অন্যদিকে আবির বুঝতে চাইছেন শুভশ্রীর আসলে কী দাবি? এখানেই শেষ না।
শুভশ্রীর পোস্ট - ( Shubhashree Ganguly's Post )
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/shubha1.jpg)
আরও পড়ুন - Alia-Ranbir : ‘তুই এত সাধু না…’, অবশেষে উদ্দেশ্য সফল নীতুর? আলিয়ার হাত ছেড়ে মায়ের পা ধরলেন রণবীর!
শুভশ্রী ফোন নিয়ে ঘাটাঘাটি করতেই রাজের সোজা ইঙ্গিত। স্ক্রিপ্ট দেখো। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করলেন অভিনেত্রী। লিখলেন, স্যারের সঙ্গে প্রিপারেশন শুরু। গতবছর শেষের আগেই মেয়ে হওয়ার সুখবর দিয়েছেন তিনি। আর এবার, ফিরেছেন সিনেমায়। কারণ, প্রেগনেন্সির কারণে বহু ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গতবছর।
উল্লেখ্য, মা সরস্বতীর নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন তিনি। আপাতত, তাঁকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। যদিও আজ সকালে মেয়ের ছোট্ট দুটো পায়ের ঝলক দেখিয়েছেন তিনি। বাবার কোলে শীতের আমেজে গুটিসুটি পাকিয়ে খুদে চক্রবর্তী।