'রাজনীতির অলিন্দে' ফিরছেন রাজা চন্দ

এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে। একজন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছে সোহম, যে কেসের জন্য আন্ডারকভার থাকে।

এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে। একজন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছে সোহম, যে কেসের জন্য আন্ডারকভার থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
raja chanda

রাজা চন্দ। ফোটো- ইনস্টাগ্রাম

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজা চন্দের নতুন ছবি কিডন্যাপ। বরাবরই থ্রিলার পছন্দ পরিচালকের। আবারও বড়পর্দায় ফিরছেন তিনি। পলিটিক্যাল থ্রিলার এবার পরিচালকের ছবির বিষয়। ছবির নাম 'রাজনীতির অলিন্দে'। তবে এই ছবির গল্প অন্য চিত্রনাট্যের থেকে আলাদা।

Advertisment

একজন মানুষ রাজনীতিতে যোগ দেওয়ার পর সম্পূর্ণ বদলে যায়। অর্থনৈতিকভাবে আরও বেশি সফল হতে চায় সে এবং সেই দিকেই এগিয়ে যেতে থাকে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে। একজন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছে সোহম, যে কেসের জন্য আন্ডারকভার থাকে। সোহমের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন, আলগা চিত্রনাট্যের বাঁধন যিশু-আবির

Advertisment

পরিচালকের প্রথম ছবি 'টার্গেট'-তৈরি হয়েছিল সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে নিয়ে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক হিরোর সঙ্গেই কাজ করেছেন রাজা চন্দ। 'ফোর্স' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের সঙ্গে 'বেশ করেছি প্রেম করেছি', 'সুলতান'-এর মতো ছবি করেছেন তিনি। দেবের 'রংবাজ', 'চ্যালঞ্জ টু'- তো ব্লকবাস্টার।

সদ্য মুক্তি পেয়েছে সোমহের 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড'। প্রিয়াঙ্কা সরকারের 'বর্ণপরিচয়' এখন সিনেমাহলে। পরবর্তী প্রজেক্ট তৈরি, সুতরাং এই দুই অভিনেতা যে বেশ ব্যস্ত তার ইঙ্গিত মিলছে।

tollywood Bengali Cinema