'বিয়ের আগে বলো নি কেন তুমি ভিখারী?' মধুবনির কথায় চোখেমুখে আঁধার নেমে এল রাজার!

হঠাৎ কী এমন হল, যে এসব কথোপকথন প্রকাশ্যে হতে হল?

হঠাৎ কী এমন হল, যে এসব কথোপকথন প্রকাশ্যে হতে হল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Raja madhubani : actress said to her husband meen words?

রাজা-মধুবনি

বিয়ের আগে বলো নি কেন...? সোশ্যাল মিডিয়ায় বিরাট জনপ্রিয় তারকা দম্পতি মধুবনি এবং রাজা। তাই বলে প্রকাশ্যে এমন কিছু বলবেন, এও ভাবা যায়?

Advertisment

সিরিয়ালের পাশাপাশি নিজেদের ব্লগের কারণেও তারা বেশ জনপ্রিয়। এতদিনের সুখের সংসার, দুজনেই দুজনকে নিয়ে ব্যস্ত। সঙ্গে রয়েছে তাদের ছোট্ট কেশব। এখন সে বাবার সঙ্গে ডন বৈঠক মারতে পর্যন্ত শুরু করেছে। কিন্তু, এতবছর সংসার করার পরেই রাজার খামতি নজরে আসতে শুরু করেছে মধুবনির?

প্রকাশ্যে রাজাকে ভিখারী বললেন মধুবনি! কিন্তু কেন? এটুকুই না, বিয়ের আগে রাজা কেন তাঁর আর্থিক অবস্থা নিয়ে জানিয়ে দিলেন না সে প্রসঙ্গে গালমন্দ পর্যন্ত করলেন। আর তাঁর উত্তরে যা বললেন রাজা, শুনে মধুবনি যা করলেন...

Advertisment

আরও পড়ুন- নতুন বউ পিয়া-ই ধ্যানজ্ঞান, সিনে-ইন্ডাস্ট্রির গুরুদায়িত্ব ছাড়লেন পরমব্রত!

অভিনেত্রীকে প্রকাশ্যে বলতে শোনা গেল.. "বিয়ের আগেই তো বলতে পারতে তোমার টাকা পয়সা কিচ্ছু নেই। পকেট ফাঁকা! চাকরি বাকরি কিছু করো না।" বউয়ের কথায় মুখ কাচুমাচু করে ফেললেন রাজা। কী উত্তর দেবেন বুঝে না পেয়েই বললেন.. "আমি তো আগেই বলেছিলাম, তুমি ছাড়া আমার আর কিছু নেই।" এটুকু বলেই হেসে ফেলেন। আর কে পায় তাকে?

যদিও বা, এই সম্পূর্ন বিষয়টা তারা মজার ছলেই ঘটিয়েছেন। সংসারে বেজায় সুখ তাদের, তাও মাঝেমধ্যে একটু মশকরা তো চলেই। রাজা ধারাবাহিকভাবে সিরিয়াল করলেও, ছেলের কারণে একটু বিরতি নিয়েছেন মধুবনি। সে বড় হলেই আবার কাজে ফিরবেন একথাও জানিয়েছেন।

tollywood Entertainment News Madhubani Goswami