Director Raja Mitra Death: প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। সকাল সকাল। টলিপাড়ার অন্দর থেকে এল দুঃসংবাদ। ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন রাজা মিত্র। কী হয়েছিল তাঁর?
বাংলার এই পরিচালক স্বর্ন কমল থেকে রজত কমল দুটি পুরস্কারই পেয়েছেন। বাংলাকে দিয়েছেন এমন কিছু ছবি যা প্রসংশার যোগ্য। শুরুটা হয়েছিল একটি জীবন দিয়ে। তাতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। শুক্রবার পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সূত্রের খবর রাত ৩টে নাগাদ জীবনাবসান হয় তাঁর।
পরিচালক দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। তবে আজ আর শেষ রক্ষা হল না। তিনি চলে গেলেন লাইটস ক্যামেরা অ্যাকশনের দুনিয়া ছেড়ে। জানা যায়, প্রথম ছবির জন্য যখন জাতীয় পুরস্কার তিনি পেলেন, তখন সেই ছবির জন্য এবং বিশেষ করে সাহসিকতা দেখানোর জন্য প্রচুর বাহবা পেয়েছিলেন তিনি। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য এবং শক্ত সোজা শিরদাঁড়ার জন্য তিনি আরও পরিচিত ছিলেন।
তাঁর কয়েকটি ছবি যেগুলি দারুণ জনপ্রিয়:-
পরিচালকের সেরা কয়েকটি কাজ, যার মধ্যে কোল ফর দ্যা মাসেস, ক্যালকাটা ফুটপাথ ডিলার, স্ক্রোল পেইন্টার অফ বীরভূম, কালীঘাট পেন্টিং এগুলি উল্লেখযোগ্য।
জাতীয় পুরস্কার পেয়েছিলেন কীসের জন্য?
তাঁর শর্ট ফিল্ম বেহুলা শ্রেষ্ঠ শর্ট ফিকশন ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায়। এছাড়াও যতনের জামী পেয়েছিল নন ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার।