Raja Murad Ramadan: মদের গ্লাস হাতে পার্টি, রমজানে মদ্যপানের ভিডিও ঘিরে বিতর্ক, চর্চার মাঝে মুখ খুললেন রাজা মুরাদ

Ramadan 2025: পবিত্র রমজান মাসে মদের গ্লাস হাতে পার্টি করছেন রাজা মুরাদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিও। অভিনেতাকে ঘিরে বিতর্ক দানা বাঁধতেই মুখ খুললেন।

Ramadan 2025: পবিত্র রমজান মাসে মদের গ্লাস হাতে পার্টি করছেন রাজা মুরাদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক ভিডিও। অভিনেতাকে ঘিরে বিতর্ক দানা বাঁধতেই মুখ খুললেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
মদের গ্লাস হাতে পার্টি মুডে রাজা মুরাদ

মদের গ্লাস হাতে পার্টি মুডে রাজা মুরাদ!

Raja Murad: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। অসাধারণ অভিনয় আর ব্যারিটোন ভয়েসের জন্য সিনেদুনিয়ায় রাজার জয়জয়কার। কিন্তু, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল। যেখানে একটি পার্টিতে মদের গ্লাস হাতে পার্টিতে উল্লাস করছেন রাজা মুরাদ। পবিত্র রমজান মাসে এভাবে পানীয় হাতে নিয়ে অভিনেতাকে দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। রাজা মুরাদের ভিডিও ঘিরে যখন চর্চা তুঙ্গে সেই সময় পালটা ফুঁসে উঠলেন অভিনেতা। তাঁর দাবি, অন্যের দিকে আঙুল তোলার আগে সম্পূর্ণ বিষয়টি যাচাই করে নেওয়া উচিত। কারও বিষয়ে না জেনে আলটপকা মন্তব্য করা উচিত নয় বলে একপ্রকার হুঁশিয়ারি দিলেন রাজা মুরাদ। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় জানান, এটি বেশ কিছুদিনের পুরনো একটি ভিডিও। দিল্লিতে শুটিংয়ের একটি মুহূর্ত ঘিরে অযাচিত চর্চা হচ্ছে। পর্দার চরিত্রের জন্মদিন লেসিব্রেশনের দৃশ্যের শুটিং হচ্ছিল। রাজা মুরাদ নিজের পক্ষে সাফাই দিয়ে লেখেন, 'আপনারা একদম ভুল ভুঝবেন না। এটি শুটিংয়ের একটি দৃশ্য। দিল্লিতে কয়েকদিন আগে ওই সিনেমার শুটিং হয়েছিল। সেখানেই আমার জন্মদিন পালনের একটি সিক্যোয়েন্স ছিল। আর আপনারা ভাবছেন আমি মদের গ্লাস হাতে জন্মদিন সেলিব্রেট করছি। আমার জন্মদিন তো নভেম্বরে। এটা তো মার্চ মাস। রমজান মাসে আমি এভাবে মদের গ্লাস হাতে পার্টি করছি এই ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয় না জেনে কখনও কোনও মন্তব্য করা অনুচিত।'

Advertisment

একই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন কিরণ কুমার। তিনিও ওই ছবিরই অংশ। কয়েক দশক ধরে বলিউডের ছবিতে কাজ করছেন রাজা মুরাদ। হালফিলের পদ্মাবত, বাজিরাও মস্তানি, গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি-র মতো একাধিক ছবিতে অভিনয় করে আজও দর্শকের প্রশংসা কুড়ান বর্ষীয়ান অভিনেতা রাজ মুরাদ। রমজানে খোলামেলা পশাক পরে ফটোশুটের ছবি শেয়ার করতেই কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেত্রী সঞ্জিদা শেখের দিকে। হলুদ রঙের পোশাকে সাহসী ফটোশুটে মাত দিয়েছেন আমির আলির প্রাক্তন স্ত্রী। এর আগেও বোল্ড অবতারে ক্যামেরার সামনে এসে ট্রোল হয়েছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী। 

Ramadan Bollywood Actor bollywood movie Raja Murad Bollywood News