scorecardresearch

লাখ লাখ টাকার বিনিময়ে অস্কারে স্থান পেয়েছেন রাজামৌলি? RRR টিমকে নিয়েও জোর জল্পনা!

কেন ফ্রি পাস দেওয়া হল না রাজামৌলিকে? সেই নিয়েও শোরগোল তুঙ্গে!

RRR, RRR wins oscar, RRR indian film, RRR controversy, RRR at oscar, RRR rajamouli, RRR ramcharan, RRR jr NTR
অস্কারে RRR

কাঁড়ি কাঁড়ি টাকা, শুধু টাকার পর টাকা খরচ করেই নাকি অস্কারের মঞ্চে জায়গা পেয়েছেন রাজামৌলি সহ বাকি RRR টিম। এও সত্যি? যদিও অস্কারে যাওয়া বিফলে যায় নি। বরং নাটু নাটু প্রথম ভারতীয় গান হিসেবে এই সম্মাননা ছিনিয়ে নিয়ে এসেছে। তবে, অস্কারের মঞ্চে নাকি আমন্ত্রিত ছিলেন না পরিচালক সাহেব সহ দুই তারকা!

একদম সামনের রোয়ে বসে ছিলেন গানের স্রষ্ঠা এম এম কীরাভানি এবং চন্দ্রবোস। অন্যান্য মনোনীতদের সঙ্গে তাঁরাও নিমন্ত্রিত ছিলেন। কিন্তু ছবির সঙ্গে যারা আলাদা বন্ধনে বেঁধে রয়েছেন তাঁদের অস্কারের মঞ্চে জায়গা পেতে পকেট থেকে দিতে হয়েছে কোটি কোটি টাকা। এবং সেই টাকা দিয়েছেন রাজামৌলি নিজেই! ছবির গান যদি এই পুরস্কার নিয়ে আসে, সেই অভূতপূর্ব মুহূর্তে সাক্ষী না থাকলে চলে? তাই তো, মাথাপিছু বিরাট টাকা খরচ করে সকলের জন্য টিকিট কেটেছিলেন রাজামৌলি নিজেই।

আরও পড়ুন [ ‘ঢের শিক্ষা হয়েছে, হাসলেও বিপদ আবার কাঁদলেও…!’ বলিপাড়ার ‘অকাট সত্য’ সামনে আনলেন জাহ্নবী ]

শোনা যাচ্ছে সেই টিকিট মূল্য মাথাপিছু নাকি ২০ লক্ষ টাকা! এমনকি এন টি আর, রামচরণের পরিবারের জন্যও তিনিই টিকিট কেটেছেন। এদিকে, যেই মুহুর্তে সেই ঐতিহাসিক ঘটনা ঘটল, নিজেদের জায়গা ছেড়ে লাফিয়ে উঠলেন সকলে। তাঁদের উত্তেজনা দেখার মত। তবে, যেখানে তাঁদের বিষয় দেওয়া হয় সেই জায়গাটি মোটেই পছন্দ হয় নি ভারতের নাগরিকদের। শেষ আসনে বসে রয়েছেন তাঁরা? কেউ প্রশ্ন করলেন রাজামৌলি আর দুই হিরো কেন এত পেছনে? ক্যাপ্টেন অফ দ্যা শিপকেও ফ্রি পাস দেওয়া হয় নি? সেই নিয়েও একাডেমীর কমিটির বিরুদ্ধে জোর বচসা!

লাইভ এই অনুষ্ঠান দেখার সুযোগ কেউ হাতছাড়া করে? যদিও এই টাকা দিয়ে টিকিট কেটে অস্কার দেখার প্রসঙ্গে এখনও কেউ মুখ খোলেন নি। কিন্তু কিরাভানি স্টেজে উঠে পুরস্কার গ্রহণের পরেও রাজামৌলিকে নিয়ে প্রশংসা করতে কার্পণ্য করেন নি। পুরস্কার হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rajamouli bought tickets for oscar live program