/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/rajatava.jpg)
Parambrata-Rajatava: পরমের কাণ্ডে রেগে আগুন রজতাভ?
ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় অভিনেতাদের মধ্যে পড়েন পরমব্রত চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে, দর্শকদের নানা ধরনের ছবি উপহার দিয়ে এসেছেন। কিন্তু, কীসব কান্ড কীর্তি করেছেন প্রকাশ্যে সেকথা অনেকেই জানেন না।
অভিনেতার বেপরোয়া আচরণ প্রকাশ্যে আনলেন আরেক অভিনেতা রজতাভ দত্ত। তিনিও একজন সিনিয়র অভিনেতা। কিন্তু, পরমের সমস্ত রকম বিষয়েই তিনি নজর রাখতেন। ইন্ডাস্ট্রির বুকে যে ঝড় তুলেছিলেন তিনি, সেসব মোটেই ভাল লাগত না তাঁর। কেন? কী এমন করতেন তিনি?
পরমব্রতর একচেটিয়া মামদোবাজি আজও ভোলেননি রজতাভ। তাই তো তিনি বলেন, পরম এখন আর এমন নেই। কিন্তু আগে এটা ভয়ঙ্কর ছিল। বিদেশে যাওয়ার পর থেকে ওর মধ্যে এই বিষয়টা অনেক কমে গিয়েছে। কিন্তু আগে ও যা ছিল, মানে পুরো মামদোবাজি করে চালাত। ধার ধারত না কারওর। এখানেই শেষ না! বরং তিনি আরও বলেন...
"সমস্ত ডিরেক্টরের দুঃস্বপ্ন যেসব অভিনেতারা সেই দলে ছিল পরম। মানে, ব্যাংককে গিয়েছে শুটিং করতে গিয়েছে। সকালবেলা পরমের আসার নাম নেই। কী না, ও উঠে জিমে চলে গিয়েছে। কারণ, এতদিন ও জিম না করলে ওর শরীর নাকি টস্কে যাবে। সবাই বসে আছে। বেণুদার মত ভদ্রলোক! টোটা রায়চৌধুরীর সকলে। কিন্তু, পরম আসত না। ও অনায়াসে এগুলো করতে পারত।"
উল্লেখ্য, পরমব্রত চট্টোপাধ্যায়ের এই স্বভাব এখন অনেক কমে গিয়েছে বলেই জানিয়েছেন রজতাভ। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে বুমেরাং ছবিতে। এছাড়াও থিয়েটারের মঞ্চে তিনি নিত্যদিনের সঙ্গী। আর পরম অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি জনপ্রিয়।