/indian-express-bangla/media/media_files/2025/08/27/rajesh-2025-08-27-14-10-42.jpg)
কী জানালেন অভিনেতা?
মালায়ালম অভিনেতা, লেখক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব বর্তমানে আশঙ্কাজনক অবস্থায়। রবিবার সন্ধ্যায় কোচির ক্রাউন প্লাজা হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ আগে মঞ্চেই তিনি পড়ে যান।
মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে ৪৯ বছর বয়সী কেশবকে দ্রুত লেকশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলচ্চিত্র নির্মাতা প্রতাপ জয়লক্ষ্মী ফেসবুকে জানান, "তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং বর্তমানে ভেন্টিলেটরের সাহায্যে তাকে জীবিত রাখা হয়েছে। মাঝেমধ্যে সামান্য নড়াচড়া ছাড়া এখনও কোনও সাড়া দিচ্ছেন না।"
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখনো সঙ্কটজনক এবং আগামী ৭২ ঘণ্টা পরেই তার সুস্থতা সম্পর্কে কিছু বলা সম্ভব হবে। প্রতাপ জয়লক্ষ্মী আরও উল্লেখ করেছেন যে, হৃদরোগের কারণে কেশবের মস্তিষ্কে আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি আবেগঘনভাবে লেখেন, “তার জীবনে ফেরার জন্য এখন সবচেয়ে বেশি দরকার আমাদের ভালোবাসা আর প্রার্থনা। যিনি নিজের অভিনয় ও উপস্থিতি দিয়ে মঞ্চকে প্রাণবন্ত করতেন, তিনি এখন মেশিনের ওপর নির্ভর করে শুয়ে আছেন- এটা হৃদয়বিদারক। কিন্তু আমরা বিশ্বাস করি, তিনি ফিরে আসবেন, যদি আমরা সবাই একসাথে তার জন্য প্রার্থনা করি। রাজেশ, দয়া করে ফিরে আসো, আমার প্রিয় বন্ধু।"
উপস্থাপনার পাশাপাশি রাজেশ কেশব মালায়ালম সিনেমাতেও সমানভাবে পরিচিত। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বিউটিফুল (২০১১), ত্রিভান্দ্রম লজ (২০১২), হোটেল ক্যালিফোর্নিয়া (২০১৩), নী-না (২০১৫) এবং থাতুম পুরাথ অচ্যুথান (২০১৮)। আসন্ন সময়ে তাকে ওডু ভাদাক্কান থেরোত্তম এবং শেরো ছবিতে দেখা যাবে। একজন সঞ্চালক হিসেবে তিনি তামান্নাহ ভাটিয়া, মোহনলাল, সঞ্জয় দত্ত, ত্রিশা কৃষ্ণান, কমল হাসান, সুরিয়া এবং রশ্মিকা মান্দানার মতো বহু তারকার সঙ্গে একই মঞ্চে কাজ করেছেন।