Late Bollywood Actor: 'অঞ্জুকে বিয়ে করলে কাকা আজও বেঁচে থাকতেন', ডিম্পলকে খোঁচা মেরে বিস্ফোরক মুমতাজ

Bollywood Actor: সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজেশ খান্নার নায়িকা জানিয়েছেন, তিনি যদি অঞ্জুকে বিয়ে করতেন তাহলে আজও বেঁচে থাকতেন। আরও একটি অকপট স্বীকারোক্তি, রাজেশ খান্নাকে পছন্দ করলেও তিনি কোনওদিন সেই কথা প্রকাশ করেননি। কারণ তাঁর বন্ধু অঞ্জুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল প্রয়াত অভিনেতা রাজেশ খান্না।

Bollywood Actor: সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজেশ খান্নার নায়িকা জানিয়েছেন, তিনি যদি অঞ্জুকে বিয়ে করতেন তাহলে আজও বেঁচে থাকতেন। আরও একটি অকপট স্বীকারোক্তি, রাজেশ খান্নাকে পছন্দ করলেও তিনি কোনওদিন সেই কথা প্রকাশ করেননি। কারণ তাঁর বন্ধু অঞ্জুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল প্রয়াত অভিনেতা রাজেশ খান্না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রয়াত অভিনেতাকে নিয়ে বিস্ফোরক প্রবীণ অভিনেত্রী মুমুতাজ

প্রয়াত অভিনেতাকে নিয়ে বিস্ফোরক প্রবীণ অভিনেত্রী মুমুতাজ

Mumtaz On Rajesh Khanna: সাতের দশকের কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্না। একের পর এক হিট সিনেমায় রাজেশের অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। কেরিয়ার নিয়ে যেমন চর্চায় ছিলেন তেমনই রাজেশের প্রেমকাহিনি থেকে হাঁটুর বয়সী জিম্পলকে বিয়ের ঘটনাও ছিল পেজ ৩-এর চর্চিত বিষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজেশ খান্নার নায়িকা জানিয়েছেন, তিনি যদি অঞ্জুকে বিয়ে করতেন তাহলে আজও বেঁচে থাকতেন। আরও একটি অকপট স্বীকারোক্তি, রাজেশ খান্নাকে পছন্দ করলেও তিনি কোনওদিন সেই কথা প্রকাশ করেননি। কারণ তাঁর বন্ধু অঞ্জুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল প্রয়াত অভিনেতা রাজেশ খান্না। দুজনের চূড়ান্ত রোম্যান্সের মাঝে আচমকা ১৬ বছরের ডিম্পল কাপাডিয়াকে বিয়ের সিদ্ধান্তে হতভম্ব হয়ে গিয়েছিলেন অঞ্জু।  

Advertisment

মুমতাজের সঙ্গে রাজেশের কখনও কোনও সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে Vickey Lalwani-কে তিনি বলেন, 'যদি সত্যই সেটা হত...কিন্তু, আমি সেই সুযোগ হারিয়েছি। হাজারবারের বেশি আমি বলেছি যে এইরকম কোনও কিছু আমাদের মধ্যে কখনও ছিল না। তবে যদি থাকত...!!' আরও যোগ করেন, 'অঞ্জু ভীষণ ভাল উপস্থাপন ছিলেন। আমার বিয়ের পর যখন আমরা ওঁর বাড়ি গিয়েছিলাম ওঁদের (অঞ্জু-রাজেশ) আপ্যায়নে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একসঙ্গে মদ্যপান করেছি। আমি জানতাম ওঁরা একে অপরকে খুব ভালবাসেন। কিন্তু, যখন শুনেছিলাম রাজেশ খান্না ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেছেন তখন চমকে গিয়েছিলাম। আমি নিশ্চিতভাবে বলতে পারি কাকা (রাজেশ খান্না) যদি অঞ্জুকে বিয়ে করতেন তাহলে আজও বেঁচে থাকতেন। রাজেশকে ফুলের মতো যত্ন করতেন। যখন অসুস্থ থাকতেন তখন অঞ্জু দিনরাত বাংলোতে থাকতেন। ভীষণ ভাল মেয়ে  কিন্তু, ভাগ্য তো ার ওর হাতে ছিল না।'

অঞ্জু যখন একটা পার্টিতে ছিলেন তখন রাজেশ খান্না ডিম্পলকে বিয়ে করেন। সেই প্রসঙ্গে মুমুতাজ জানান, 'আমি যখন অঞ্জুকে জিজ্ঞাসা করেছিলাম আমাকে বলেছিলেন, আমি তো জানতামই না। তখন একটা পার্টিতে ছিলাম। তবে আমি এটা বুঝেছিলাম যে ওঁর বিয়েটা পূর্বপরিকল্পিত ছিল।' সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে অঞ্জু রাজেশ খান্না সম্পর্কে জানিয়েছিলেন, যখন তাঁর ছবি বক্স অফিসে ডাহা ফেল করত তখন মানসিকভাবে বিধ্বস্ত থাকতেন। তিনি রাজেশকে বোঝাতেন তারকাদের জীবনে এইরকম উত্থান-পতন হয়। প্রয়াত অভিনেতা চাইতেন অঞ্জু যেন সবসময় তাঁর প্রতি খেয়াল রাখেন। কিন্তু, সেটা তাঁর পক্ষে সম্ভব হত না।

Advertisment

অঞ্জুর বাড়ির উপর দিয়েই ডিম্পলের সঙ্গে বিয়ের বারাত নিয়ে গিয়েছিলেন রাজেশ খান্না। কিন্তু, বিবাহবিচ্ছেদের পর আটের দশকের দেশে পুনরায় অঞ্জু আর রাজেশ কাছাকাছি চলে আসেন। ফের আগের মতোই রাজেশের যত্ন নেন। কিন্তু, কিছু জিনিস বদলে গিয়েছিল। ইন্ডিয়ান এক্লসপ্রেসের SCREEN-কে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জু বলেছিলেন, 'দীর্ঘ ১৭ বছর পর যখন আমরা আবার একে অপরের সঙ্গে কথা বললাম তখন দুজনেরই খুব অস্বস্তি হয়েছিল। আমিও ওকে আর আগের মত যতীন বলে ডাকতে পারতাম না। আর আমাকেও নিকি বলে ডাকতেন না। এমনকী কাকা বলেও ডাকতে পারতাম না। তখন যেন এই বিষয়গুলো ভীষণ নাটকীয় মনে হত।'

আরও পড়ুন মাত্র ৫০ টাকায় গোপনে বিয়ে! আমির খানের কীর্তি ফাঁস করলেন সহ অভিনেতা

 

bollywood movie Dimple kapadia Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Rajesh Khanna Mumtaz