Advertisment
Presenting Partner
Desktop GIF

বাহুবলীর রেকর্ড ভাঙতে পারে থালাইভার 2.0

বিশ্বের বক্সঅফিসে এখনও পর্যন্ত রেকর্ড ব্যবসা করেছে 2.0. রজনীকান্ত, অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাহুবলীকেও ছাপিয়ে যেতে পারে এই ছবি।

বিশ্বজুড়ে এখন রজনী জ্বর। প্রথন সপ্তাহান্তেই রেকর্ড ব্যবসা করেছে 2.0, সারা বিশ্বে ৪০০ কোটি টাকা আয় করেছে এই ছবি। এই ছবির জন্য ৫১.৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেও দু নম্বরে নেমে এসেছে ফ্যান্টাস্টিক বিস্ট। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা টুইটারে শেয়ার করেছেন বক্সঅফিস নম্বর। এরকম চলতে থাকলে বাহুবলীকেও ছাপিয়ে যেতে পারে এই ছবি।

Advertisment

শঙ্কর পরিচালিত 2.0 এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় বাজেটের ছবি। এই ছবির বাজেট ৫৪৩ কোটি টাকা। তার মধ্যে শুধু আউটপুট শটের বাজেট ১০০ কেটি টাকা। প্রথমে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট বলেও সামলানো সম্ভব হয়নি। ২০১০ সালের তামিল সুপারহিট ছবি এন্দিরণের সিক্যুয়েল 2.0 ছবিটি। এই ছবিতে রজনীকান্তকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে- ড. বশীকরণ এবং চিটটির ভূমিকায়। আর ডার্ক সুপারহিরোর ভূমিকায় অক্ষয় কুমার। 2.0 র শুটিং হয়েছে হিন্দি এবং তামিল ভার্সনে। এছাড়াও প্রায় ১৩টি ভাষায় ডাব হবে এই ছবি।

দক্ষিণ ভারতেও এখনও পর্যন্ত বক্সঅফিসে রাজত্ব করছে। আমেরিকান বক্সঅফিসেও এই দক্ষিণ ভারতীয় পাঁচ নম্বরে। যদিও এখনও পর্যন্ত বাহুবলী ও বাহুবলী টুকে ছাপিয়ে যেতে পারেনি। প্রথমবার একসঙ্গে অক্ষয় কুমার ও রজনীকান্তকে দেখা গেল বড়পর্দায়।

Read the full story in English 

Akshay Kumar rajinikanth
Advertisment