রজনীকান্তের 2.0-র ট্রেলার দেখা যাবে ৩ নভেম্বর

2.0 শঙ্করের এই প্রজেক্টে আবার ফিরে আসছেন রজনীকান্ত অভিনীত চিট্টি ও তাঁর নির্মাতা ড.বশীকরণ। আর এই ছবি দিয়েই দক্ষিণী ছবিতে ডেবিউ করছেন অক্ষয় কুমার।

2.0 শঙ্করের এই প্রজেক্টে আবার ফিরে আসছেন রজনীকান্ত অভিনীত চিট্টি ও তাঁর নির্মাতা ড.বশীকরণ। আর এই ছবি দিয়েই দক্ষিণী ছবিতে ডেবিউ করছেন অক্ষয় কুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

2.0 শঙ্করের এই প্রজেক্টে আবার ফিরে আসছেন রজনীকান্ত অভিনীত চিট্টি ও তাঁর নির্মাতা ড.বশীকরণ

আবার নেচে ওঠার মত খবর রজনীকান্ত ও অক্ষয় কুমারের ফ্যানেদের। পরিচালক শঙ্কর এবার 2.0 ছবির ট্রেলার নিয়ে হাজির হচ্ছেন ৩ নভেম্বর। টুইটারে এই খবর নিজেই শেয়ার করেছেন তিনি, শেয়ার করেছেন অক্ষয় এবং ছবির সুরকার এ আর রহমানও। সুপারস্টার রজনীকান্তের সঙ্গে বলিউডের প্রথম সারির নায়কের সরাসরি পর্দায় সংঘর্ষ, এই টানটান চিত্রনাট্যে চোখ রয়েছে সবারই।

Advertisment

এতটাই জনপ্রিয় এই ছবি যে, মিউজিক কম্পোজার এ. আর রহমানও শেয়ার করেছেন এই খবর। 2.0 শঙ্করের এই প্রজেক্টে আবার ফিরে আসছেন রজনীকান্ত অভিনীত চিট্টি ও তার নির্মাতা ডাঃ বশীকরণ। আর এই ছবি দিয়েই দক্ষিণী ছবিতে ডেবিউ করছেন অক্ষয় কুমার। এই ছবির বাজেট ৫৪৩ কোটি টাকা। তার মধ্যে শুধু আউটপুট শটের বাজেট ১০০ কেটি টাকা। প্রথমে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট বলেও সামলানো সম্ভব হয়নি। 2.0 আজ পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি বাজেটের ছবি এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজেটের ছবি। ইতিমধ্যেই ছবির থ্রিডি টিজার দেখানো হচ্ছে ভারতের ১০০ টি সিনেমা হলে।

Advertisment

আরও পড়ুন: দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের শুটিং শেষ করলেন অনুপম খের

অক্ষয় কুমারকে এই ছবিতে দেখা যাবে একেবারে নতুন অবতারে। ডার্ক সুপারহিরোর ভূমিকায় রয়েছেন আক্কি। ইতিমধ্যেই খিলাড়ির লুক শোরগোল ফেলেছে সিনেপ্রেমীদের মধ্যে। 2.0 তে মুখ্য ভূমিকায় দেখা যাবে এমি জ্যাকসনকেও। এই সাই-ফাই ছবি মুক্তি পাবে ২৯ নভেম্বর। 2.0-এর শুটিং হয়েছে হিন্দি এবং তামিল ভার্সনে। এছাড়াও প্রায় ১৩টি ভাষায় ডাব হবে এই ছবি।

Read the full story in English 

Akshay Kumar rajinikanth