Advertisment

Rajinikanth: হাসপাতাল থেকে ফিরতেই মোদী-অমিতাভকে ডাক রজনীকান্তের, এখন কেমন আছেন দক্ষিণের সুপারস্টার?

Rajinikanth discharged from hospital: উৎসবের মরশুমে যেন দক্ষিনী ইন্ডাস্ট্রির কাছে এক বিরাট ভাললাগার দিন আজ। অসুস্থতা কাটিয়ে থালাইভা বাড়ি ফিরেছেন। অভিনেতা বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rajnikanth2

Rajinikanth Discharged: এখন কেমন আছেন তিনি?

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম বিবৃতি দিলেন সুপারস্টার রজনীকান্ত। বিশেষ নোটে, রজনীকান্ত তার শুভাকাঙ্ক্ষীদের তার দ্রুত আরোগ্য কামনার জন্য এবং তাকে ভালবাসায় ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 

Advertisment

গত ৩০ সেপ্টেম্বর রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রের মহাধমনীতে ফোলাভাব এবং গুরুতর সমস্যা দেখা দেয়, যে কারণেই তাঁর চিকিৎসার প্রয়োজন হয়। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ৭৩ বছর বয়সী এই অভিনেতা তামিল ভাষায়  একটি নোট শেয়ার করেছেন, যার অনুবাদ করলে দাঁড়ায়... 

"আমার সমস্ত রাজনৈতিক বন্ধু যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, আমার সমস্ত চলচ্চিত্র জগতের বন্ধুদের, আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের, প্রেস এবং মিডিয়াকে, আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং ভক্তদের যারা আমাকে তৈরি করেছেন, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাকে অপরিসীম ভালবাসেন, আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রজনীকান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট শেয়ার করেছেন। "আমার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী... আমার স্বাস্থ্য সম্পর্কে আপনার যত্ন এবং উদ্বেগের জন্য এবং ব্যক্তিগতভাবে আমার খোঁজখবর নেওয়ার জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ"। রজনীকান্ত তার দীর্ঘদিনের বন্ধু, মেগাস্টার অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন এবং লিখেছেন, "আপনার ভালবাসা এবং আমার প্রতি এমন উষ্ণ উদ্বেগ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই মন ছুঁয়ে গেছে সবটা।"

সুপারস্টারকে আগামীতে ভেট্টাইয়ান ছবিতে দেখা যাবে। অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়র এবং রানা দাগ্গুবাতি অভিনীত ছবিটি ১০ অক্টোবর পর্দায় আসতে চলেছে।

amitabh bachchan rajinikanth narendra modi Bollywood Actor
Advertisment