অবশেষে যেন পূর্ণতা পেল এত বছরের সম্পর্ক। বহুদিন প্রেমের পাঠ পড়ার পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। সাদা ধবধবে পোশাকে দুজনকেই লাগছিল অসম্ভব সুন্দর। উপস্থিত ছিলেন বেশ কাছের কয়েকজন, তারমধ্যেই সেরেছেন বিবাহ আসর।
Advertisment
পরনে সাদা রুপোলি ট্রেইল গাউন, পত্রলেখাকে যেমন সুন্দর লাগছিল তেমনই রাজকুমারের সাদা এনসেম্বল নজর কারার মত। বিয়ের আসর বসেছিল চন্ডিগড়ে। হাঁটুগেড়ে বসে সকলের সামনেই পত্রলেখাকে আংটি পড়ান রাজকুমার। পরেই দিব্য উঠে নাচ করতে শুরু করেন বেটার হাফের সঙ্গে। উপস্থিত ছিলেন ফারহা খান, সাকিব সালিম এবং অন্যান্য।
দুজনেই সম্পর্কে আসার পর থেকেই রাখঢাক যেমন ছিল না তেমনই ক্যামেরার সামনে জাহির করতেন না একেবারেই। সেইভাবে নিজেদের সম্পর্কে অনেকের কাছেই প্রকাশ করতেন না। যদিও বা পত্রলেখা কোনওসময় নিজেদের প্রেমের সম্পর্কে বলতে কার্পণ্য করতেন না। এমনও জানিয়েছিলেন, রাজকুমার নাকি পত্রলেখাকে দেখার পরেই ভেবে নেন তাকেই বিয়ে করবেন।
প্রসঙ্গত, দুজনে বহুদিন একসঙ্গে লিভ-ইন করেন। পত্রলেখার কথা অনুযায়ী, রাজকুমারকে পেয়ে একেবারেই ধন্য তিনি। জীবনের নানান সময় যে তার মনের মানুষকে সঙ্গী হিসেবে পেয়েছেন এতে তার খুশি ধরছে না। একদিকে যেমন অশান্তির মধ্যে দিয়ে গেছেন তেমন দুজন দুজনকে দারুন ভাবে বুঝেছেন। এতে প্রয়োজন নেই কোনও দামী উপহার কিংবা নির্দিষ্ট দিনের। তারপরেও থেকে যাওয়া যায় একসঙ্গেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন