Rajkumar - Patralekha: পবিত্র জলে শাহী স্নান, কোন মনস্কামনা নিয়ে কুম্ভে রাজকুমার - পত্রলেখা?

Raj and PatraLekha: তারকা দম্পতি, বর্তমানে নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। তাঁর সঙ্গে সঙ্গে তিনি নতুন ছবির শুটিং নিয়েও ব্যস্ত। তাঁর মধ্যেই পূণ্য অর্জন করতে গেলেন সেখানে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
patralekha-rajkumar in Maha kumbh

Partalekha-Rajkumar: কুম্ভে রাজ-পত্র, দেখুন সেসব ছবি... Photograph: (Instagram)

তারকারা একের পর এক লাইন দিয়ে মহাকুম্ভতে যাচ্ছেন। কেউ একা যাচ্ছেন আবার কেউ বউকে নিয়ে যাচ্ছেন। কেউ তো গিয়ে সন্ন্যাস পর্যন্ত নিয়ে নিচ্ছেন। কেউ আবার নোংরা জল মন্তব্য করতেই কটাক্ষের শিকার। আর এবার পালা রাজকুমার রাও এবং পত্রলেখার।

Advertisment

তারকা দম্পতি, বর্তমানে নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। তাঁর সঙ্গে সঙ্গে তিনি নতুন ছবির শুটিং নিয়েও ব্যস্ত। তাঁর মধ্যেই পূণ্য অর্জন করতে গেলেন সেখানে। পরমার্থ নিকেতনের তরফেই তাঁদের শাহী স্নানের জন্য আমন্ত্রণ জানানো হয়। যেখানে দেখা যায়, রাজকুমার এবং পত্রলেখা দুজনেই সমস্ত নিয়ম পালন করলেন। সঙ্গমে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে, তাঁরা হাত জোড় করে যেমন প্রার্থনা করলেন তেমনই নানা মুহূর্ত উপভোগ করলেন দুজনে।

জল অর্পণ করতেও দেখা গেল তাঁদের। ডুব লাগানোর আগে শৃঙ্গার হল তাঁদের। এবং তাঁদেরকে ভিড় করে থাকলেন ভক্তরা। স্বামী স্ত্রী হিসেবে রাজ এবং পত্র একজোট হয়ে সব নিয়ম পালন করলেও, দেখা গেল যে সেসব নিয়ম তাঁদের বলে দিলেন সাধ্বী সরস্বতী দেবী। কিন্তু, এই পূণ্যস্থানে শাহী স্নান করে কেমন লাগছে রাজ এবং পত্রর?

Advertisment

সাধ্বীজির তরফেই একটি পোস্ট করা হয়েছে, যেখানে লেখা...প্রিয় রাজ-পত্র এবং ইরার সঙ্গে সঙ্গমে আজ পবিত্র স্নান করার এত আনন্দ। মহা কুম্ভ সম্পর্কে আমার প্রিয় জিনিসগুলির মধ্যে একটি হ'ল প্রায় প্রতিদিন পবিত্র স্নান করা। আমাদের সত্তার সত্যের গভীরে ডুব দেওয়া। আজকের দিনটি এই সুন্দর মানুষদের সাথে একসাথে প্রার্থনা, জপ, পবিত্র পূজা এবং স্নান করার জন্য খুব বিশেষ ছিল।

উল্লেখ্য, কিছুদিন আগেই সেখানে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। তিনিও শাহী স্নানে অংশ নেন। এছাড়াও তারকাদের অনেকেই সেখানে গিয়েছেন। অন্যদিকে আবার ভারতী সিং জানিয়েছেন তিনি আর যাই করুন না কেন, তিনি ছেলেকে নিয়ে মহাকুম্ভতে যাবেন না, কারণ কিছু না কিছু বিপদ ঘটে চলেছে। কিন্তু, আরও সামনে বেশ কিছুদিন বাকি এই মেলার। আসন্ন শিবরাত্রি পর্যন্ত চলবে। তাঁর মধ্যে আর কে কে যান সেখানে সেটাই দেখার।

rajkumar rao Kumbh Mela Kumbh Mela Shahi Snan Patralekhaa Mahakumbh 2025 Maha Kumbh 2025