Rajkumar And Patralekha: জীবনে নতুন শুরু করতে চলেছেন রাজকুমার এবং পত্রলেখা। বর্তমানে তিনি নানা ধরনের কাজে ব্যস্ত। মালিক ছবি নিয়েই তিনি এখন ভীষণ ব্যস্ত। আর তাঁর মাঝেই জীবনে এসেছে খুশির খবর। মালিক ছবিতে একেবারেই রাজকুমারকে অন্যরকমভাবে দেখা যাবে। এবং সেই কারণেই অভিনেতাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু, আবারও অন্যক্ষেত্রে তিনি খুশির খবর দিয়েছেন। সমাজ মাধ্যমে শেয়ার করেছেন সেই খবর। অভিনেতা কী জানালেন?
এখন নানা শহরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এবং দিন দুয়েক আগেই তিনি গিয়েছিলেন স্বর্ণমন্দিরে। রাজকুমার বাংলার জামাইও। এবং পত্রলেখাকে বিয়ে করার আগে প্রায় অনেকবছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। একসঙ্গে, ভালবাসার ঘর বেঁধেছিলেন তাঁরা। এবং আজ সুখবর দিয়েছেন তিনি। বাবা হতে চলেছেন রাজকুমার। এবং পত্রলেখা মা হতে চলেছেন। অভিনেতা নিজেই। সেই সুখবর দিয়েছেন। বিয়ে হয়েছে বছর তিনেক আগে, এবার নতুন অধ্যায় শুরু করার পালা।
অভিনেতা সমাজ মাধ্যমে যে ছবি শেয়ার করেছেন, সেখানে লেখা আমাদের সন্তান আসছে। এবং তাঁর সঙ্গে অভিনেতা ছবির ক্যাপশনে লিখছেন, আমরা ভীষণ উচ্ছ্বসিত। এবং সেই ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশিরভাগ। যেমন? আগামীতে মা হতে চলেছেন কিয়ারা আদবানি। তাই, এই আনন্দ তিনি দিব্যি বুঝতে পারছেন। অভিনেত্রী সেই আনন্দ ভাগ করে নিয়েই রাজকে শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েকটি লাভ ইমোজি পোস্ট করেছেন।
এছাড়াও, কমেডি কুইন ভারতী সিং থেকে তৃপ্তি ডিমরি, গৌহর খান, সোহা আলি খান, তাঁকে শুভেচ্ছা জানাতে বাদ পড়েননি কেউই। এমনকি, প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত তাঁকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলছেন, বন্ধুরা! অগ্রীম অভিনন্দন। এমনকি, রাজের সহ অভিনেত্রী মানুষীও তাঁকে ভালবাসায় ভরিয়েছেন। এবং, সকলেই যেন আনন্দে আত্মহারা। প্রসঙ্গে, যখন তাঁদের বিয়ে হয়েছিল একেবারেই বাঙালি সাজে সেজে লাল রঙের বেনারসি পড়ে বিয়ের আসরে গিয়েছিলেন পত্র। এবং সেই বিয়ের ওড়না নজর কেড়েছিল। সব্যসাচীর ডিজাইন করা ওড়নায় লেখা ছিল, রবি ঠাকুরের গানের লাইন। যেটি দারুণ প্রশংসা পায়।