/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/raj.jpg)
ভোল-বদল রাজকুমারের / ছবি-ইনস্টা
অভিনেতা রাজকুমার রাও এতদিন তাঁর অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। আর এবার তাঁকে নিয়ে নতুন আলোচনা। মুখের আদল পাল্টে দিয়েই চর্চার কেন্দ্রবিন্দু তিনি।
সম্প্রতি ঘোষণা করেছেন তাঁর নতুন ছবির। অন্ধ উদ্যোগপতি শ্রীকান্তের ভূমিকায় দেখা যাবে তাঁকে। MIT এর ছাত্র হওয়ার পরও তিনি চেয়েছিলেন দেশের মানুষের হয়ে কাজ করতে। শিল্পপতি হওয়ার ভাবনা চিন্তা ছিল তাঁর। এবার সেই ছবিতেই তাঁকে দেখা যেতে চলেছে। কিন্তু, এ কী মুখের হাল করেছেন তিনি?
গতকাল তাঁকে দিলজিৎ দশঞ্জ এর কনসার্টে হাজির হয়েছিলেন তিনি। সেখানে কালো রঙের টিশার্ট এবং ডেনিমে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, মুখের একি হাল করেছেন তিনি? তাঁকে চেনাই যাচ্ছে না। মুখের হাড়গোড় কি তবে পাল্টে ফেললেন? গালের সঙ্গে সঙ্গে ঠোঁটের মানচিত্রও বদলালেন?
রাজকুমারের এহেন চেহারা দেখে অবাক বেশিরভাগই। কেউ বললেন, এক গাল থেকে আরেক গালের ভাঁজ তো বোঝাই যাচ্ছে না। আবার কেউ বললেন, প্লাস্টিক সার্জারির এই অবস্থা। এতগুলো ফিলার্স কেউ করে? মুখটাই তো বদলে গিয়েছে। আবার কারওর কথায়, আগেই খারাপ ছিল। এখন তো আরও খারাপ।
উল্লেখ্য, শ্রীকান্ত ছবি ছাড়াও মিস্টার এন্ড মিসেস ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। রাজকুমার এবং জাহ্নবী সেই ছবিতে অভিনয় করছেন। মে মাসেই সেই ছবিও রিলিজ করতে চলেছে।