Advertisment

'দৃষ্টিহীন শিল্পপতি'র বায়োপিকে রাজকুমার রাও, নয়া বছরের শুরুতেই ছক্কা হাঁকালেন

এক অনন্য জীবন সংগ্রামের গল্প বলবে এই সিনেমা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rajkummar Rao, visually impaired industrialist Srikanth Bolla, Srikanth Bolla biopic, Rajkummar Rao upcoming films, bengali news today, রাজকুমার রাও, শ্রীকান্ত বোল্লার বায়োপিক, শ্রীকান্ত বোল্লা

শ্রীকান্ত বোল্লার বায়োপিকে রাজকুমার রাও

দৃষ্টিশক্তিহীন শিল্পপতি শ্রীকান্ত বোল্লার (Srikanth Bolla) কথা হয়তো অনেকেই জানেন না। দু' চোখে দৃষ্টি না থাকা সত্ত্বেও অভাব-দারিদ্র্যের বোঝা কাঁধে টেনে অন্ধকার পথ বেয়ে আলোর উৎসে এসেছিলেন যে মানুষটি, শুধু তাই নয়, বহু অভাবী মানুষের জিশারী হয়ে উঠেছিলেন, দাঁতে দাঁত চেপে জীবনের লড়াইটা লড়ে যেতে শিখিয়েছেন সেই শ্রীকান্ত। আজ তিনি দেশের অন্যতম সেরা শিল্পপতি। বৃহস্পতিবার সেই মানুষটির বায়োপিকের ঘোষণা করা হয়েছে। নামভূমিকায় রাজকুমার রাও (Rajkummar Rao)। নেপথ্যে ভূষণকমারের টি সিরিজ (Bhushan Kumar’s T-Series) ও চক এন চিজ ফিল্মস প্রযোজনা সংস্থা।

Advertisment

দৃষ্টিশক্তিহীন শিল্পপতি শ্রীকান্ত বোল্লার (Srikanth Bolla Biopic) ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার। পর্দায় তুলে ধরবেন এক অদম্য লড়াইয়ের কাহিনী। অভিনেতা বলছেন, "এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। শ্রীকান্ত লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। শত সহস্ত বাধা-বিপত্তি কাটিয়ে, প্রতিকূলকতার সম্মুখীন হয়ে ফিনিক্স পাখির মতো মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি। সেই মানুষটির জীবনসংগ্রামই পর্দায় তুলে ধরব। মুখিয়ে রয়েছি শুটিং শুরু হওয়ায় জন্য।" ভূষণ কুমারের প্রযোজনায় এর আগেও কাজ করেছেন রাজকুমার। এবার ফের একবার চেনা টিমে ফিরে খুশি অভিনেতা।

শ্রীকান্ত বোল্লার বায়োপিকের পরিচালনা করছেন তুষার হিরানন্দানি। তাঁর কথায়, "আশা করি এই গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে।" প্রযোজক ভূষণের মন্তব্য, "জন্মের পর থেকে বহু প্রতিকূলতা সত্ত্বেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন শ্রীকান্ত। ওঁর জীবন সংগ্রাম প্রকৃত অর্থেই অনুপ্রেরণামূলক। রাজকুমারের মতো দক্ষ অভিনেতাকে পেয়ে, বেজায় খুশি।" জুলাই থেকেই শুরু হবে শুটিং। তবে সিনেমার নাম এখনও ঘোষণা করেনি নির্মাতারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Rajkummar Rao Entertainment News
Advertisment