Patralekha Baby: প্রেগন্যান্ট পত্রলেখার জন্য দীপাবলির সেরা উপহার কী? অভিনেত্রী বললেন, 'আমি শুধু চাই...'

Patralekha-Diwali 2025: দীপাবলিতে অন্তঃসত্ত্বা পত্রলেখা জন্য সবচেয়ে বড় উপহার কী হতে পারে? তিনি বললেন, 'আমি শুধু চাই...'। জেনে নিন বিস্তারিত।

Patralekha-Diwali 2025: দীপাবলিতে অন্তঃসত্ত্বা পত্রলেখা জন্য সবচেয়ে বড় উপহার কী হতে পারে? তিনি বললেন, 'আমি শুধু চাই...'। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

যা বললেন পত্রলেখা...

Patralekha Pregnancy: দীপাবলির আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতেই দুই থেকে তিন হয়েছেন রাঘব চড্ডা ও পরিনীতি চোপড়া। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন সেলেব দম্পতি। অন্যদিকে আলোর উৎসবের দিন প্রথম সন্তান জন্ম দেওয়ার প্রবল সম্ভবনা আরও এক সেলেব দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার। নতুন সদস্যকে কবে স্বাগত জানাবেন সেই অপেক্ষায় দিন গুনছেন দুজনেই। রাজকুমার-পত্রলেখার জীবনে দীপাবলির আনন্দও তাই দ্বিগুণ। অন্তঃসত্ত্বা পত্রলেখা এক সাক্ষাৎকারে খুশি জাহির করে উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন, 'আমরা ভীষণ উত্তেজিত। প্রথমত, আমাদের বেবি আসছে আর পেশাগতজীবনেও আমাদের প্রথম প্রযোজনা সংস্থাও কয়েক মাসের মধ্যেই উদ্ভোধন হবে। দ্বিতীয় ছবির এডিটিংও চলছে। অনেক কিছু একসঙ্গে ঘটছে। সব মিলিয়ে সত্যিই খুব আনন্দের মধ্যে দিয়ে দিন কাটছে'।

Advertisment

প্রেগন্যান্সির জার্নি নিয়ে পত্রলেখা বলেন, 'এই বছর আমার জন্য গর্ভবতী হওয়াই আলোর উৎসবের সেরা আনন্দ। এটা এক অদ্ভুত যাত্রা। কারণ শারীরিকভাবে এক অদ্ভুত পরিবর্তন এসে যায়। নয় মাসে শরীর নানাভাবে পরিবর্তিত হতে থাকে । কখনও কখনও আবার এই বিষয়টা নিয়ে চিন্তাও হয়। কারণ একটা নতুন প্রাণ আমার জীবনে আসছে। পরিবারে নতুন একজন সদস্য যোগ হতে চলেছে।'

বর্তমানে পত্রলেখা গর্ভাবস্থার শেষ পর্যায়ে আছেন। নিজেকে এক নতুন মানুষ বলে মনে হয়। অভিনেত্রীর সংযোজন, 'আমি যেন আগের বছরগুলোর সঙ্গে নিজেকে মেলাতেই পারছি না। প্রতিদিনই কিছু না কিছু নতুন ঘটছে। এখনও সন্তান পৃথিবীতে আসেনি কিন্তু শরীরে-মননে এত পরিবর্তন হচ্ছে যে কাউকে বলে বোঝানো যায় না। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না, কেউ বুঝবেও না।' 

Advertisment

আরও পড়ুন দিওয়ালির আগেই পরিবারে আলোর রোশনাই, পুত্র না কন্যা সন্তানের মা হলেন পরিনীতি?

রাজকুমার-পত্রলেখা জুটির এটাই শেষ দীপাবলি, পরের বছর তিনজন একসঙ্গে দিওয়ালি সেলিব্রেট করবেন। এই প্রসঙ্গে হবু মা হাসতা হাসতে বলেন,  'আমার তো একদমই মনে হচ্ছে নাআমরা দু'জন। সন্তান তো আমাদের সঙ্গেই আছে, পৃথিবীতে আসার জন্য একদম প্রস্তুত।' দীপাবলির রীতিনীতি নিয়ে তিনি বলেন, 'রাজ আর আমি দু'জনেই খুব আধ্যাত্মিক। বিয়ের পর থেকে আমরা প্রতি বছর নিয়ম করে দীপাবলিতে পূজো করি। রাজ নিজের মন্দিরটা খুব যত্ন করে রাখে। ওখানেই ও সবচেয়ে বেশি সময় ধ্যান করে। তাই পূজোর আগে সে নিজেই সব আয়োজন করে। অনেক সময় পণ্ডিতজি আসেন, আবার অনেক সময় রাজ নিজেই পূজো করে।'

আরও পড়ুন পরিবারের সঙ্গে হাসপাতালে হবু মা, আচমকা কী হল মম টু বি কিয়ারার?

দীপাবলির প্রসঙ্গ উঠতেই পত্রলেখা চলে যান স্মৃতির সরণিতে। তিনি বলেন, 'আমি শিলংয়ের মেয়ে। বাবা-মায়ের ঘনিষ্ঠ বন্ধুদের একটা ছোট্ট গ্রুপ ছিল। আট দম্পতি আর তাঁদের সন্তানরা যাঁরা আমারই বন্ধু হয়ে উঠেছিল। দীপাবলির আগে টানা কয়েক দিন সন্ধ্যাবেলা পার্টি করতাম। এখনও শিলংয়ে সেই ঐতিহ্যটা বজায় আছে। আমার অনেক বন্ধু এখনও দিওয়ালির আগে শিলং চলে আসে। কিন্তু এবছর আমি যেতে পারিনি, তাই খুব মিস করছি।' আলাপচারিতার শেষ পর্বে পত্রলেখা আনন্দের সঙ্গে জানান এবার দীপাবলিতে তাঁর সবচেয়ে বড় উপহার কী হতে পারে? সপাট জবাব, 'আমি শুধু চাই, আমার হবু সন্তান যেন আনন্দের সঙ্গে সুস্থভাবে পৃথিবীতে আসে। আর আমাদের প্রোডাকশন যেন দারুণভাবে সফল হয়।'

আরও পড়ুন 'বছরের পর বছর কেটে গিয়েছিল তবুও...', গর্ভপাতের মারাত্মক মানসিক যন্ত্রণা, হৃদয়বিদারক অভিজ্ঞতা ভাগ কুবরার

Patralekhaa Rajkummar Rao