Advertisment

Kapil Sharma - Rajpal Yadav: সলমনের পর এবার কপিল - রাজপাল, পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কমেডিয়ানরা?

Death threats - Bollywood: পাকিস্তান থেকে ইমেইল এর মাধ্যমে এল ধমকি! প্রাণে মেরে ফেলার কথা বলা হল কমেডিয়ান কপিল শর্মা থেকে রেমো ডিসুজা, সুগন্ধা মিশ্রা এমনকি, অভিনেতা রাজপাল যাদবকে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kapil sharma-rajpal yadav death threats

kapil sharma-rajpal yadav death threats: তারকারা কোনও প্রতিক্রিয়া জানিয়েছেন? Photograph: (ফাইল চিত্র )

ফের একবার খুনের হুমকি পেলেন বলি অভিনেতা। তারকাদের অনেকেই এই রাস্তা দিয়ে গিয়েছেন, সলমন থেকে অন্যান্য অনেককেই বারবার হুমকি দেওয়া হয়েছিল যে প্রাণে মেরে ফেলা হবে। কিন্তু, এবার এক কমেডিয়ান সঙ্গে ড্যান্স ডিরেক্টর পর্যন্ত রেহাই পেলেন না?

Advertisment

পাকিস্তান থেকে ইমেইল এর মাধ্যমে এল ধমকি! প্রাণে মেরে ফেলার কথা বলা হল কমেডিয়ান কপিল শর্মা থেকে রেমো ডিসুজা, সুগন্ধা মিশ্রা এমনকি, অভিনেতা রাজপাল যাদবকে।  পাশে দেশ থেকে এও বলা হয়েছে নজর রাখা হচ্ছে তাঁদের প্রতিটা পদক্ষেপের ওপর। কিন্তু, কেন এই ধমকি? তাঁরা কি কোনও গন্ডগোল পাকিয়েছেন? সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। কিন্তু যে ইমেল এসেছে তাতে এমনটাই লেখা...

আরও পড়ুন  -   Saif Ali Khan: 'উনি গোপন রাখতে বলেছেন..', রক্তাক্ত সইফকে হাসপাতালে পৌঁছেই লক্ষ লক্ষ টাকার মালিক সেই অটোচালক?

"আপনাদের কান্ড কারখানা সেন্সটিটিভ পর্যায়ে চলে গিয়েছে। সেই কারণে, আপনাদের প্রতিটা পদক্ষেপের ওপর কড়া নজর রেখেছি আমরা। এটা কোনও পাবলিক স্টান্ট কিংবা আপনাদের বিরক্ত করার প্রচেষ্টা নয়। আমাদের এটাই অনুরোধ আপনাদের যে এই বিষয়টা গম্ভীরভাবে নিন। এবং গোপনীয়তা বজায় রাখুন। আর এই ইমেলের শেষেই দেওয়া হয়েছে ধমকি, যেখানে জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ মোটেই ভাল হবে না।

Advertisment

সেখানে আরও লেখা, যদি এটি না করা হয় তবে এটি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে। আমরা পরবর্তী ৮ ঘন্টার মধ্যে এই ইমেলের একটি প্রতিক্রিয়া চাই৷ আপনি যদি এটি না করেন তবে আমরা ধরে নেব যে আপনি এটিকে গুরুত্ব সহকারে নেননি। আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা বিষ্ণোই নই।

পুলিশ তদন্ত শুরু করেছে...

এহেন ইমেল যে, ভয়ঙ্কর প্রভাব ফেলেছে সেকথা অস্বীকার করার নয়। এবং মুম্বাই পুলিশ এর তদন্ত শুরু করেছে। অজ্ঞাত পরিচয়ের তরফে এই বার্তায় পুলিশি তরফে মামলা দায়ের করা হয়েছে। যদিও রাজপাল যাদব এর আগেও ধমকি পেয়েছেন।

bollywood kapil sharma Bollywood Actor Rajpal Yadav
Advertisment