তিনি মানুষকে হাসান কিন্তু নিজের জীবনে দুঃখের শেষ নেই তাঁর। নিজের স্ত্রীকে হারিয়েছেন বহু বছর আগে। তাও হাসতে ভুলে যায়নি রাজপাল যাদব। বরং নিজ দায়িত্বে মেয়েকে বড় করেছেন।
বলিউডে একের পর এক কমিক চরিত্র। নিদারুণ সময় কাটিয়েছেন সিটিং ফ্লোরে। তাঁর জীবনে ত্রিদেব হাজির ছিলেন সবসময়। ডেভিড ধাওয়ান থেকে প্রিয়দর্শন - কখনোই বলিউডে কাজের অভাব বোঝেননি রাজপাল যাদব। মাত্র তখন ২০ বছর বয়স তারমধ্যে স্ত্রী বিয়োগ, সেদিনের কথা বলতে গিয়েই চোখে জল অভিনেতার।
আরও পড়ুন < ‘শিরদাঁড়া বিক্রি করিনি তাই শিবিরেও নেই…’, অকপট টোটা রায়চৌধুরী >
তিনি বললেন, "আমাদের ওখানে ২০ বছর বয়সে একজন পুরুষ মানুষ টাকা রোজগার করছে মানেই তোমায় জীবনে বিয়ে করতে হবে। আমার বাবাও সময় বিয়ে দিল। আমার যে প্রথম স্ত্রী, সে সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। যেখানে আমার বউয়ের সঙ্গে আমার দেখা করার কথা, সেখানে ওর মরদেহ কাঁধে নিয়ে আমি অন্তিম ক্রিয়া করতে যাচ্ছিলাম। তবে, তাতে আমার মেয়ের কোনও অসুবিধা হয় নি। আমার বৌদি থেকে বন সকলে ওর দায়িত্ব নিয়ে বড় করেছে।"
কিন্তু, জীবন তো থেমে থাকে না। রাজপাল আবার ফিরেছেন নিজের জীবনে। নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার রাস্তা সহজ ছিল না একেবারেই। সকলের সাহায্য এবং সাপোর্টে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। আজ আর পেছনে তাকানোর দরকার নেই।