/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/rajpal.jpg)
প্রাণনাশের হুমকির মাঝেই পরিবারে দুর্ঘটনা
Rajpal Yadav Father Death:বছরের শুরু থেকেই বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। কখনও টেলি অভিনেতার রহস্য মৃত্যু তো কখনও বি-টাউনের পতৌদি নবাব সইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলা। শাহরুখ-সলমানকে প্রাণনাশের হুঁশিয়ারির পর এবার কপিল শর্মা থেকে রেমো ডিসৌজা, রাজপাল ইয়াদভও হুমকি পেয়েছেন সুদূর পাকিস্তান থেকে। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানিয়েছেন কৌতুকাভিনেতা রাজপাল। এই ঘটনার মাঝেই শুক্রবার বাবা নওরাং ইয়াদভকে (Naurang Yadav) হারালেন রাজপাল। পরিবারে শোকের ছায়া।
সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি পোস্ট করে খোদ অভিনেতাই এই খবর জানিয়েছেন। শোকপ্রকাশ করে তিনি লিখলেন, 'বাবাই আমার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিলেন। আমার প্রতি তোমার যদি বিশ্বাস না থাকত তাহলে আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানে থাকতাম না। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি।' শুক্রবার ভোরবেলা দিল্লিতে প্রয়াত হন কৌতুকাভিনেতা রাজপাল ইয়াদভের বাবা।
My father has been the biggest driving force in my life. If it wasn't for your belief in me, I would not be where I am today. Thank you for being my father, I love you ❤ pic.twitter.com/CFesDPMvn5
— Rajpal Naurang Yadav (@rajpalofficial) June 17, 2018
কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনও অভিনেতা বা তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, মিডিয়া রিপোর্ট মোতাবেক প্রাথমিক অনুমান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাজপালের বাবা। থাইল্যান্ডে সিনেমার শ্যুটিং করছিলেন রাজপাল। খবর পেয়েই শুক্রের সকালে দিল্লি ছুটে এসেছেন। জানা যাচ্ছে, অভিনেতার বাবা দিল্লির AIIMS-এ ভর্তি ছিলেন।
সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজপাল ইয়াদভকে শেষ দেখা গিয়েছে বেবি জন-এ। প্রসঙ্গত, পাকিস্তান থেকে ইমেল মারফত হুমকি পান রাজপাল। থানার অভিযোগ দায়ের করেছেন তিনি। সাইবার অপরাধ দমন ও পুলিশ বিভাগকে গোটা বিষয়টি জানিয়েছেন। এই বিষয়ে আর কারও সঙ্গে কথা বলেননি। কারণ রাজপাল মনে করেন এটা তাঁর কাজ নয়।
অভিনয়ের মাধ্যমে আট থেকে ৮০-র মন জয় করাই তাঁর মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সংস্থার উপরই এই বিষয়ে ভরসা রাখছেন রাজপাল ইয়াদভ। প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশের কাছে ইমেল মারফৎ যে তথ্য এসেছিল সেখানে কী বলা হয়েছিল? নিজেদের প্রচারের জন্য নাকি এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টি যেন হালকা ভাবে না নেন। তাঁরা এই সেলেবদের নিত্য জীবনযাপনের উপর নজর রাখছেন সেই বিষয়টিো পরিস্কার করে দেন।