/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/raju-1.jpg)
রাজু শ্রীবাস্তব
অসুস্থ রাজু শ্রীবাস্তব ( Raju Srivastava )। আর তাকে নিয়েই গভীর চিন্তায় তাঁর ভক্তরা। অভিনেতা কমেডিয়ানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলেই। তাই খবর পেতেই রাজুর স্ত্রীকে ফোন করলেন নরেন্দ্র মোদী থেকে রাজনাথ সিং সকলেই।
গতকাল থেকেই ভেন্টিলেশনে রয়েছেন কমেডিয়ান। চিকিৎসায় সেইভাবে সারাও দিচ্ছেন না। অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। খবর পেতেই কমেডিয়ানের স্ত্রীকে ফোন করলেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে কথা বলে শরীর সম্পর্কে জানতে চান। সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। এদিকে তার কন্যার সূত্রে মিলেছে রাজু কমেডিয়ানের স্বাস্থ্যের খবর।
सुप्रसिद्ध हास्य कलाकार, राजू श्रीवास्तव जी का कुशल क्षेम जानने के लिए AIIMS के निदेशक, डा. गुलेरिया से फ़ोन पर बात की। उनकी पत्नी से भी बात करके उन्हें ढाँढस बँधाया। मैं ईश्वर से राजू श्रीवास्तव के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूँ।
— Rajnath Singh (@rajnathsingh) August 11, 2022
কন্যা অন্তরা জানিয়েছেন, আপাতত ভেন্টিলেশনে আছেন তিনি। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। শ্রেষ্ঠ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাকে। সম্পূর্ন পরিবার ওখানে রয়েছেন। এখন সবই চিকিৎসকদের ওপর। কখন আপডেট দেয়। রাজু শ্রীবাস্তবের টিমের তরফেও জানানো হয়েছে বার্তা। সকলের কাছে কমেডিয়ানের সুস্বাস্থ্যের প্রার্থনা করতে বলা হয়েছে।
सुप्रसिद्ध हास्य कलाकार श्री राजू श्रीवास्तव जी की धर्मपत्नी से वार्तालाप कर राजू जी के स्वास्थ्य के विषय में जानकारी प्राप्त की।
प्रभु श्री राम से उनके शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।— Yogi Adityanath (@myogiadityanath) August 11, 2022
যোগী আদিত্যনাথ এবং রাজনাথ সিংও খোঁজ নিয়েছেন কমেডিয়ানের শরীরের। তারা কথা বলেছেন দিল্লি AIIMS এর নির্দেশকের সঙ্গে। তাঁর সুস্থতার কামনা করেছেন অনেকেই। অন্তরা বলেছেন, বাবা চিকিৎসায় সারা দিচ্ছেন কিনা বলতে পারব না। এখনই বলতে পারব না। প্রসঙ্গত, ট্রেডমিলে দৌড়াতে গিয়েই অভিনেতার হার্ট অ্যাটাক হয়। শীঘ্রই তাকে দিল্লি AIIMS এ নিয়ে যাওয়া হয়।