Advertisment

Hrithik-Sussanne Divorce: 'সুজান আজও পরিবারের অংশ', হৃত্বিকের সঙ্গে ডিভোর্সের কারন কী? খোলসা করলেন রাকেশ রোশন

Hrithik-Sussanne: হৃত্বিক-সুজানের বিবাহবিচ্ছেদের কারন কী? ডিভোর্সের এত বছর পর মুখ খুললেন হৃত্বিকের বাবা রাকেশ রোশন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হৃত্বিকের সঙ্গে ডিভোর্সের কারন কী?

হৃত্বিকের সঙ্গে ডিভোর্সের কারন কী?

Rakesh On Hrithik-Sussanne Divorce: হৃত্বিক রোশনের ছেলেবেলা থেকে কেরিয়ারের সূচনা, বহুবার ছেলের বিষয় অনেক কথা বলেছেন ড্যাডি কুল রাকেশ রোশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃত্বিক-সুজানের ডিভোর্স নিয়েও মুখ খোলেন। দীর্ঘ ১৪ বছর এক ছাদের নীচে সংসার করার পরও সংসার ভেঙেছে। তবুও কো-পেরেন্টিং করছেন হৃত্বিক-সুজান। দুজনের জীবনেই আছে তাঁদের মনের মানুষ।

Advertisment

তবে সন্তানের সঙ্গে কম্প্রোমাইজের নারাজ সেলেব পেরেন্সট। তাই মা-বাবা হিসেবে নিজেদের সব দায়িত্ব পালন করছেন তাঁরা। হৃত্বিক-সুজানের ছোটবেলার প্রেম তারপর বিয়ে, বিবাহবিচ্ছেদের খবরে মন ভেঙেছিল জুটির ভক্তদের। কিন্তু, কী কারণে হৃত্বিক-সুজানের সাজানো গোছানো সংসারে চিড় ধরল? 

Advertisment

সম্প্রতি Yuvaa-এর সঙ্গে চ্যাট সেশনে রাকেশ রোশন বলেন, 'যা ঘটার তা ঘটে গিয়েছে। তবে আমার কাছে সুজান আজও সেই সুজানই আছে। ওঁরা একসময়ে এক অপরকে ভালোবাসায় জড়িয়ে রেখেছিল। একটা সময় ওঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সেটার সমাধান ওদেরকেই করতে হবে। আমাদের তরফে সুজান আজও এই পরিবারের অংশ।'

সুজান বা হৃত্বিক কেউই কোনওদিন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। এই মুহূর্তে Arslan Goni-এর সঙ্গে ডেট করছেন সুজান আর হৃত্বিকের জীবনে রয়েছেন সাবা আজাদ। তাঁরা প্রায়ই একসঙ্গে পার্টি করেন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করেন। এমনকী জন্মদিনে শুভেচ্ছাও জানান। 

হৃত্বিক-সুজান নিয়ে রাকেশের সংযোজন, 'হৃত্বিকের সঙ্গে আমার সম্পর্ক একদম বন্ধুর মতো। তবে আমি একটু বেশি শৃঙ্খলাপরায়ণ বলেই হয়ত হৃত্বিক আর আমার মেয়ে দুজনেই আমাকে একটু ভয় পায়। আমি কিন্তু, হুট করে রেগে যাওয়ার মতো মানুষ নই। কাউকে বকাবকিও করি না। কিন্তু, আমার উৎশৃঙ্খলতা পছন্দ করি না।'

খুব অল্প বয়সে বিয়ে করেন রাকেশ রোশন। মাত্র ২০ বছর বয়সে বাবা হয়েছেন। তাই বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু, ছেলেবেলার চিত্রটা ছিল একদম অন্যরকম। সেই প্রসঙ্গে তিনি যোগ করেন, 'যখন ওঁরা ছোট ছিল আমার সঙ্গে কেউ খোলা মনে কথা বলত না। কিন্তু, এখন বলে। এখন আমরা বন্ধুর মতো মেলামেশা করি।'

Hrithik Roshan Sussanne Khan Bollywood Actor Bollywood Couple Hrithik-Saba
Advertisment